“লাশ দেখে পরিচয় শনাক্ত করার অবস্থা নেই।”
Published : 23 Jan 2025, 12:37 AM
চট্টগ্রামের হাটহাজারি উপজেলায় ঝোপের ভেতর থেকে একটি পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে বুধবার উপজেলার ফতেয়াবাদ ছড়ারকুল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের কাছেই মিলেছে ওড়না ও জুতা।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারি সার্কেল) কাজী মো. তারেক আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পায়ের নিচের কিছু অংশ ছাড়া পুরো শরীর পুড়ে অঙ্গার হয়ে গেছে।
"আমাদের ধারণা কয়েকদিন আগে সেখানে দেহটি পোড়ানো হয়েছে। পায়ের যে অংশটি পোড়েনি সেটাও পোকায় ধরেছে।"
পুলিশ কর্মকর্তা তারেক আজিজ বলেন, “লাশ দেখে পরিচয় শনাক্ত করার অবস্থা নেই। যেহেতু লাশের পাশে ওড়না ও কিছু দূরে জুতা পড়ে ছিল, তাই আমাদের ধারণা কোনো নারীর লাশ হতে পারে।
“তাছাড়া ঝোপের যে স্থানে পোড়া দেহটি পাওয়া গেছে, সেখানে উপরে গাছের পাতাও পুড়েছে। তাই আমাদের ধারণা দেহটি সেখানে পোড়ানো হয়েছে।”