তিনি আদালত প্রাঙ্গণের অদূরে রঙ্গম সিনেমা হলের গলিতে আইনজীবী আলিফ নিহত হওয়ার স্থানও পরিদর্শন করেছেন।
Published : 01 Dec 2024, 01:21 AM
চট্টগ্রাম নগরীর পাথরঘাটায় ভাঙচুর হওয়া মন্দির পরিদর্শন করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
শনিবার বিকালে পাথরঘটার হরেশ চন্দ্র মুন্সেফ লেইনের শান্তনেশ্বরী মাতৃমন্দির এবং আশপাশের এলাকা ঘুরে দেখেন তিনি।
মন্দিরে যাওয়ার পর উপদেষ্টা সংশ্লিষ্টদের সঙ্গে কুশল বিনিময় করেন বলে রাতে জেলা প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
উপদেষ্টা মন্দির ভাঙচুরের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনার ব্যাপারে আশ্বাস দেন।
চট্টগ্রাম নগরীর পাথরঘাটা এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের তিনটি মন্দিরে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
পাথরঘাটার এই শান্তনেশ্বরী মাতৃমন্দিরের পাশাপাশি শুক্রবার এর আশপাশের শনি মন্দির ও শান্তনেশ্বরী কালী বাড়িতে হামলার ঘটনা ঘটে।
চট্টগ্রামের পাথরঘাটায় তিন মন্দিরে হামলা-ভাঙচুর
গত মঙ্গলবার চট্টগ্রাম আদালতে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রাম পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে আনা হলে সেখানে সনাতনী ধর্মালম্বীরা বিক্ষোভ করেন। সেদিন তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠায়। আগের দিন সোমবার ঢাকা বিমানবন্দর থেকে তাকে একটি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
চট্টগ্রামের আদালতে জামিন না হওয়ার প্রতিবাদে সেদিন আদালত চত্বরে বিক্ষোভ দেখান সনাতনী লোকজন। সাড়ে তিন ঘণ্টা পর পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে তাকে কারাগারে নিয়ে যায়। পরে আদালত থেকে নামার পথে বিক্ষোভকারীদের সঙ্গে আইনজীবীসহ অন্যদের সংঘর্ষ বাঁধে।
আদালত চত্বর থেকে কিছুটা দূরে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে রঙ্গম সিনেমা হলের গলিতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়।
এ নিয়ে বিক্ষোভ ও পাল্টা বিক্ষোভের মধ্যে শুক্রবার পাথরঘাটার মন্দিরে হামলার ঘটনা ঘটে।
শিল্প উপদেষ্টা আদিলুর শনিবার আদালত প্রাঙ্গণের অদূরে রঙ্গম সিনেমা হলের গলিতে আইনজীবী আলিফ নিহত হওয়ার স্থানও পরিদর্শন করেছেন।