জানালী হাটের কাছে সরকারি নির্মাণ কাজে ব্যবহৃত গার্ডারভর্তি একটি লরি রেল লাইনের ওপর উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে।
Published : 01 Nov 2024, 05:37 PM
চট্টগ্রাম মহানগরীর জানালী হাট স্টেশনের কাছে নির্মাণ প্রকল্পের গার্ডারের সঙ্গে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে কক্সবাজারমুখী ‘পর্যটক এক্সপ্রেস‘এর ইঞ্জিন।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর ষোলশহর ও জানালী হাট স্টেশনের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে রেল কর্মকর্তারা জানিয়েছেন।
পূর্ব রেলের ডিআরএম মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা থেকে কক্সবাজারমুখী আন্তঃনগর পর্যটক এক্সপ্রেস যাওয়ার পথে জানালী হাটের কাছে সরকারি নির্মাণ কাজে ব্যবহৃত গার্ডারভর্তি একটি লরি রেল লাইনের ওপর উঠে যায়।
“তখন পর্যটক এক্সপ্রেসের ইঞ্জিনের সঙ্গে গার্ডারের ধাক্কা লাগে। তাতে ইঞ্জিনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।”
পরে ট্রেনটি দোহাজারী স্টেশনে গিয়ে ইঞ্জিন বদলে আবার কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় জানিয়ে তিনি বলেন, “এতে ট্রেনের যাত্রার সময় তেমন হেরফের হয়নি।”
ঢাকা থেকে আসা পর্যটক এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশন থেকে বেলা ১১টা ৪০ মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়।
পূর্ব রেলের এক কর্মকর্তা বলেন, “সরকারি প্রকল্পের গার্ডার বহনকারী লরিটি কীভাবে রেল লাইনের ওপর উঠেছে সেটি আমরা খতিয়ে দেখছি। ইঞ্জিনের ক্ষয়ক্ষতির বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।”