বিসিবি উইমেন'স একাদশের বিপক্ষে ম্যাচটি সহজেই জিতেছে পাকিস্তান।
Published : 02 Nov 2023, 05:10 PM
মূল সিরিজে নামার আগে প্রস্তুতি দারুণ হলো মুর্শিদা খাতুনের। দারুণ ব্যাটিং তিনি করলেন ফিফটি। এছাড়া রান পেলেন ফারজানা হক, লতা মণ্ডলরাও।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার একমাত্র প্রস্তুতি ম্যাচটি অবশ্য জিততে পারেনি বিসিবি উইমেন'স একাদশ। ৫৬ রানে জিতেছে পাকিস্তান নারী দল। ২৭১ রানের লক্ষ্যে ১১ বল বাকি থাকতেই বিসিবি একাদশ গুটিয়ে গেছে ২১৪ রানে।
ওয়ানডে সিরিজে বাংলাদেশের স্কোয়াডে থাকা ছয় জন ক্রিকেটার খেলেছেন এই ম্যাচে। মুর্শিদা, ফারজানারা রান পেলেও বল হাতে অবশ্য তেমন কিছু করতে পারেননি দিশা বিশ্বাস, সানজিদা আক্তার, শরিফা খাতুন, নিশিতা আক্তার।
টস জিতে ব্যাট করা পাকিস্তানের পঞ্চাশের দেখা পেয়েছেন মুনিবা আলি, বিসমাহ মারুফ ও নিদা দার। ৬৩ রান করা মুনিবাকে ড্রেসিং রুমে পাঠান সালমা খাতুন। বিসমাহ ৫১ ও নিদা ৫৩ রানের ইনিংস খেলে স্বেচ্ছায় মাঠ ছেড়ে যান।
পরে বিসিবি একাদশের হয়ে দারুণ শুরু করেন মুর্শিদা। ৮ চারে স্রেফ ৪৭ বলে ৫০ রান করেন জাতীয় দলের বাঁহাতি ওপেনার। পরে স্বেচ্ছায় অবসর নিয়ে ফিরে যান তিনি। রান আউট হওয়ার আগে অভিজ্ঞ ব্যাটার ফারজানা ৭৩ বলে করেন ৪০ রান।
এছাড়া পঞ্চাশের দেখা পেয়েছেন ওয়ানডে দল থেকে বাদ পড়া লতা। নেতৃত্ব দেওয়া অভিজ্ঞ এই অলরাউন্ডার ৭ চারে ৪৮ বলে ৫৪ রান করে অবসর নেন। জাতীয় দল থেকে বাদ পড়া আরেক ব্যাটার শারমিন আক্তার করেন ২৮ রান।
মিরপুরে আগামী শনিবার শুরু হবে আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপের সিরিজটি। পরের দুই ম্যাচ ৭ ও ১০ নভেম্বর। সবগুলো ম্যাচ শুরু সকাল ৯টায়।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ৫০ ওভারে ২৭০/৯ (সিদরা ৩৫, সাদাফ ১৪, মুনিবা ৬৩, বিসমাহ ৫১ অবসর আউট, নিদা ৫৩ অবসর আউট, আলিয়া ২৯, পারভেজ ৫, ইরাম ১, নাজিহা ৪*, উম্মে হানি ০, দিয়ানা ৪*; দিশা ৮-০-৩৬-১, আশরাফি ৮-১-৪৮-৩, সানজিদা ১০-১-৫০-১, সালমা ৭-০-৩৩-১, শরিফা ৭-০-৫২-০, নিশিতা ১০-০-৪৯-০)
বিসিবি উইমেন'স একাদশ: ৪৮.১ ওভারে ২১৪ (মুর্শিদা ৫০ অবসর আউট, ফারজানা ৪০, শারমিন ২৮, সুমাইয়া ৯, লতা ৫৪ অবসর আউট, আফিয়া ১০, শরিফা ৭, দিশা ২, আশরাফি ৩, উন্নতি ০*, নিশিতা ১; দিয়ানা ৭-১-২৩-০, ওয়াহিদা ৫.১-০-২৮-১, সাদিয়া ৫-০-১৯-১, পারভেজ ২-০-১১-০, ৩-০-৯-১, সান্ধু ৬-১-১৩-০, উম্মে হানি ৬-১-২৫-২, ফাতিমা ৬-০-২৫-১, আলিয়া ২-০-১৭-০, বিসমাহ ৬-০-৩১-১)
ফল: পাকিস্তান ৫৬ রানে জয়ী