Published : 08 Dec 2023, 10:59 PM
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের জন্য ব্যবহৃত আহমেদাবাদের পিচকে ‘গড়পড়তা’ রেটিং দিয়েছে আইসিসি। সব মিলিয়ে এই আসরে পাঁচ ভেন্যুর আটটি ম্যাচের উইকেট ‘গড়পড়তা’ রেটিং পেয়েছে। যার মধ্যে আছে স্বাগতিক ভারতের পাঁচটি ম্যাচ।
ছেলে ও মেয়েদের ক্রিকেটের পিচ ও আউটফিল্ড রেটিংয়ের তালিকা এই সপ্তাহে হালনাগাদ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গত ১৯ নভেম্বর ভারত-অস্ট্রেলিয়া ফাইনালের পিচেই হয়েছিল ভারত ও পাকিস্তানের প্রথম পর্বের ম্যাচটি। আইসিসির পিচ উপদেষ্টা অ্যান্ডি অ্যাটকিনসনের সুপারিশ অনুসারে, ওই পিচ ছিল ‘গড়পড়তা’ মানের।
কলকাতার ইডেন গার্ডেন্সে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সেমি-ফাইনালের পিচকেও ‘গড়পড়তা’ রেটিং দেওয়া হয়েছে। এই মাঠে প্রথম পর্বে বাংলাদেশ ও পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার ম্যাচের পিচও একই রেটিং পেয়েছে।
এ ছাড়া চেন্নাইয়ে প্রথম পর্বে ভারত ও অস্ট্রেলিয়া, লক্ষ্ণৌতে ভারত ও ইংল্যান্ড, পুনেতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ম্যাচের পিচকে ‘গড়পড়তা’ রেটিং দেওয়া হয়েছে।
ধারামশালায় বিশ্বকাপের পাঁচ ম্যাচের চারটির আউটফিল্ডকেও গড়পড়তা রেটিং দিয়েছে আইসিসি। টুর্নামেন্টের সময় এই মাঠের বাজে আউটফিল্ড নিয়ে সমালোচনা হয়েছিল ব্যাপক।
একই তালিকায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের প্রথম টেস্টের আউটফিল্ডকে 'গড়পড়তার নিচে' রেটিং দিয়েছে আইসিসি। তবে মাঠের উইকেটকে দেওয়া হয়েছে 'ভালো' রেটিং।
ম্যাচের পাঁচ দিনে বেশ কয়েকবার সীমানার কাছে ফিল্ডারদের ডাইভের সঙ্গে মাটি উঠে যেতে দেখা গেছে। গ্লেন ফিলিপস, মাহমুদুল হাসান জয় বল ঠেকাতে ডাইভ দেওয়ার পর বাজেভাবে ব্যথাও পেয়েছেন আউটফিল্ডের কারণে।
আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে পিচ ও আলাদাভাবে আউটফিল্ডকে ছয়টি রেটিং দেওয়া হয়ে থাকে- খুব ভালো, ভালো, গড়পড়তা, গড়পড়তার নিচে, নিম্নমানের, অনুপযুক্ত।
আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো পিচ ‘গড়পড়তার নিচে’ রেটিং পেলে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয় ওই স্টেডিয়ামের নামের পাশে। ‘নিম্নমানের’ উইকেটের জন্য ডিমেরিট পয়েন্ট তিনটি। ‘অনুপযুক্ত’ হলে ডিমেরিট পয়েন্ট পাঁচটি।
পাঁচ বছর সময়ের মধ্যে কোনো ভেন্যু ৫ ডিমেরিন্ট পয়েন্ট পেলে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়। ১০ পয়েন্ট পেলে নিষেধাজ্ঞা দুই বছরের।