বিশ্বকাপের শেষ দিকে এসে তামিম ইকবালের অনুপস্থিতি নিয়ে কোনো মন্তব্য করতে চান না সাকিব আল হাসান।
Published : 06 Nov 2023, 11:56 PM
চলতি বিশ্বকাপে উদ্বোধনী জুটিতে তেমন ভালো কিছু পায়নি বাংলাদেশ। প্রায় প্রতি ম্যাচেই পাওয়ার প্লে শেষ হওয়ার আগে ড্রেসিং রুমে ফিরেছেন ওপেনাররা। শুরুর এই ধাক্কা লাগছে গোটা ব্যটিং অর্ডারে। তাই ঘুরে ফিরে আসছে তামিম ইকবালের অনুপস্থিতির প্রসঙ্গ। তবে টুর্নামেন্টের শেষ দিকে এসে আর এই বিষয়ে কিছু বলতে চান না সাকিব আল হাসান।
ফিটনেসে ঘাটতির কারণে টিম ম্যানেজমেন্টের সম্মিলিত সিদ্ধান্তে বিশ্বকাপ দলে নেই তামিম, দল ঘোষণার সময় আনুষ্ঠানিক কারণ জানিয়ে এই কথা বলেছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন। পরে এই বিষয়ে জল ঘোলা হয় অনেক। শেষ পর্যন্ত তামিমকে ছাড়াই বৈশ্বিক আসরে খেলতে ভারতে যায় বাংলাদেশ।
তামিমের অনুপস্থিতিতে লিটন দাসের সঙ্গে ইনিংস সূচনার দায়িত্ব পান তানজিদ হাসান। ভারত ম্যাচ ছাড়া আর কোনো ম্যাচেই জমেনি দুজনের উদ্বোধনী জুটি। ওই এক ম্যাচেই পাওয়ার প্লে পার করেন দুই ওপেনার। দুজন মিলে যোগ করেন ৯৩ রান। বাকি সাত ম্যাচে তাদের সর্বোচ্চ জুটি স্রেফ ৩০ রানের।
এখন পর্যন্ত খেলা আট ম্যাচের মধ্যে ছয়টিতে পাঁচ ওভারও টেকেনি লিটন-তানজিদের প্রথম উইকেট জুটি। দুজনের ব্যক্তিগত পারফরম্যান্সও তেমন ভালো কিছু নয়। অনিয়মিতভাবে মাঝে মধ্যে ঝলক দেখাচ্ছেন লিটন। আর ভারতের বিপক্ষে ফিফটি ছাড়া বাকি সাত ম্যাচ মিলে ৬০ রান করতে পারেননি তানজিদ।
ওপেনারদের এমন ব্যর্থতাময় বিশ্বকাপে বাংলাদেশের অবস্থাও নাজুক। দিল্লির আরুন জেটলি স্টেডিয়ামে সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ম্যাচ জিতলেও এদিনও ১৭ রানের বেশি আসেনি উদ্বোধনী জুটিতে। নাজমুল হোসেন শান্ত ও সাকিবের ব্যাটে জয় পায় বাংলাদেশ।
ম্যাচ শেষে ভারতীয় এক সাংবাদিক আনেন তামিমের প্রসঙ্গ। তিনি প্রশ্ন রাখেন, বিশ্বকাপের দলে তামিম থাকলে কি উদ্বোধনী জুটিতে বাংলাদেশের অবস্থা ভিন্ন হতে পারত?
প্রশ্ন শুনে ছোট্ট হাসিতে সাকিব বলেন, ‘আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। এই অবস্থায় এসে এটি আমার কাছে অপ্রাসঙ্গিক।’