সেমি-ফাইনাল নয়, এখন ৫-৬ নম্বরে শেষ করার আশা সাকিবের

পয়েন্ট টেবিলের তলানিতে নেমে এখন আর অতবড় স্বপ্ন দেখতে পারছেন না বাংলাদেশ অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2023, 06:27 PM
Updated : 24 Oct 2023, 06:27 PM

আফগানিস্তানকে হারিয়ে দারুণ সূচনার পরই মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশ। পরের চার ম্যাচের একটিতেও লড়াই পর্যন্ত করতে পারেনি তারা। একের পর এক হতাশাজনক ফলের পর এবার নিজেদের বড় স্বপ্নেও পরিবর্তন আনলেন সাকিব আল হাসান। 

টানা চার পরাজয়ে স্রেফ ২ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান এখন সবার নিচে। একটি করে জয় পাওয়া চার দলের মধ্যে সাকিবদের নেট রান রেট সবচেয়ে কম। মুম্বাইয়ে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার কাছে ১৪৯ রানের পরাজয়েই মূলত নেট রান রেটে লেগেছে বড় ধাক্কা। 

অথচ বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে পূর্বের সব আসরকে ছাড়িয়ে বড় কিছুর স্বপ্নের কথা বলেছিলেন দলের কোচ চান্দিকা হাথুরুসিংহে। বিশ্বকাপে গিয়ে সুনির্দিষ্ট করে সেমি-ফাইনালকে লক্ষ্য রাখার কথাও বলেন তিনি। আগে-পরে একই ধরনের কথা শোনা যায় অধিনায়ক সাকিব, সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্তদের কণ্ঠেও।

কিন্তু পাঁচ ম্যাচে স্রেফ এক জয়ে যেন কঠিন বাস্তবতার স্বাদ পেয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষে তাই পুরস্কার বিতরণ মঞ্চে সেমির স্বপ্ন থেকে সরে এসে আপাতত 'ওপরের দিকে' থেকে বিশ্বকাপ শেষ করার কথা বললেন সাকিব। ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দিকেও রয়েছে তার নজর।

“(এখনও) অনেক কিছুই শেখার এবং অর্জন করার আছে। চ্যাম্পিয়ন্স ট্রফিটা গুরুত্বপূর্ণ। এজন্য আমাদের সেরা আটে থাকতে হবে (র‌্যাঙ্কিংয়ে)। তো আমরা ওপরের দিকে থেকে (বিশ্বকাপ) শেষ করতে চাই। সেমি-ফাইনাল না হলেও অন্তত ৫-৬ নম্বরে থাকলেও আদর্শ পরিস্থিতি হবে। আমরা এখনও তা করতে পারি। আমরা দল হিসেবে অবশ্য তেমন খেলছি না। তবে আমি এখনও আশাবাদী, আমরা ঘুরে দাঁড়িয়ে ভালোভাবে টুর্নামেন্ট শেষ করতে পারব।”

আসরে বাংলাদেশের ঠিক বিপরীত অবস্থা দক্ষিণ আফ্রিকার। তার পাঁচ ম্যাচে হেরেছে স্রেফ একটিতে। নেদারল্যান্ডসের বিপক্ষে ২৪৫ রান তাড়া করতে ব্যর্থ হওয়ায় থামে তাদের জয়রথ। ডাচদের ওই জয় থেকে অনুপ্রেরণা নিয়ে প্রোটিয়াদের মোকাবেলা করার কথা বলেছিলেন সাকিব।

ম্যাচে এর প্রতিফলন পড়েছে অল্পই। তবে ম্যাচের প্রথমভাগে অন্তত শুরুর দিকে দক্ষিণ আফ্রিকাকে আটকে রাখতে সমর্থ হয় বাংলাদেশ। প্রথম পাওয়ার প্লেতে স্রেফ ৪৪ রান করতে ২ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে ধীরে ধীরে জুটি গড়ে দলকে এগিয়ে নেন কুইন্টন ডি কক, এইডেন মার্করাম। 

পরে ডি কক, হাইনরিখ ক্লাসেন মিলে দেন বিধ্বংসী ফিনিশিং। শেষ ১০ ওভারে তারা পায় ১৪৪ রান। বাংলাদেশ অধিনায়কের মতে, ওই ১০ ওভারেই মূলত ম্যাচ হেরে গেছে বাংলাদেশ।

“আমার মনে হয়, আমরা প্রথম ২৫ ওভার ভালো বোলিং করেছি। আমরা ৩ উইকেট নিয়েছি, তারা ওভারপ্রতি ৫ রানের আশপাশে করছিল। সেখান থেকে তারা ইনিংস নতুনভাবে এগিয়ে নেয়। বিশেষ করে যেভাবে কুইন্টন ব্যাটিং করেছে, খুব ভালো ব্যাটিং করেছে। পরে ক্লাসেন যেভাবে ইনিংসের সমাপ্তি টেনেছে, এর বিপরীতে আমাদের কোনো জবাব ছিল না।” 

“শেষ ১০ ওভারে আমরা ১৪৪ রান দিয়েছি। আমার বিশ্বাস, গত ১০-১৫ বছরের মধ্যে এটিই আমাদের সবচেয়ে খরুচে শেষ ১০ ওভার। তবে এমন মাঠে এরকম হতে পারে। আমাদের আরও ভালো বোলিং করা উচিত ছিল। শেষ দিকে আমরা পরিকল্পনার অভাবে ভুগছিলাম। শেষ ১০ ওভারেই আমরা ম্যাচটা হেরেছি।”