অ্যাডাম জ্যাম্পার কোটার শেষ ওভারে ডিফেন্স করার চেষ্টায় বল আঘাত হানল জাসপ্রিত বুমরাহর প্যাডে। এলবিডব্লিউয়ের আবেদনে আঙুল তুলে দিলেন আম্পায়ার। অস্ট্রেলিয়ান লেগ স্পিনারের নাম উঠে গেল রেকর্ড বইয়ে।
বিশ্বকাপের ফাইনালে রোববার ভারতের বিপক্ষে একটিই উইকেট নিয়েছেন জ্যাম্পা। চলতি আসরে ১১ ইনিংসে তার ২৩ নম্বর উইকেট এটি। এক বিশ্বকাপে কোনো স্পিনারের যা সর্বোচ্চ।
জ্যাম্পা ছুঁয়েছেন মুত্তাইয়া মুরালিথরনের রেকর্ড। ২০০৭ আসরে শ্রীলঙ্কান অফ স্পিনার ২৩ উইকেট নিয়েছিলেন ১০ ইনিংসে।
তালিকায় তিনে আছেন ব্র্যাড হগ। অস্ট্রেলিয়ার বাঁহাতি রিস্ট স্পিনার ২০০৭ আসরে ২১ উইকেট নিয়েছিলেন ১১ ইনিংসে। তার সমান ২১ উইকেট পাকিস্তানের লেগ স্পিনিং অলরাউন্ডার শাহিদ আফ্রিদি নিয়েছিলেন ২০১১ বিশ্বকাপে। ১৯৯৯ আসরে শেন ওয়ার্ন নিয়েছিলেন ২০ উইকেট।
পেস-স্পিন মিলিয়ে এক বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড মিচেল স্টার্কের। ২০১৫ আসরে দলের শিরোপা জয়ের পথে অস্ট্রেলিয়ান পেসার ১০ ইনিংসে নিয়েছিলেন ২৭ উইকেট।
চোট ও অসুস্থতা মিলিয়ে এবার প্রথম দুই ম্যাচে জ্যাম্পা ভালো করতে পারেননি, উইকেট নিতে পারেন স্রেফ একটি। তবে পরের তিন ম্যাচেই তিনি ধরেন ৪টি করে শিকার। এরপর ৩টি করে উইকেট নেন পরপর দুই ম্যাচে।
প্রথম রাউন্ডের শেষ দুই ম্যাচে তার প্রাপ্তি ছিল ৩টি। সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উইকেটশূন্য থাকার পর ফাইনালে একটি নিয়ে নাম তুললেন রেকর্ড বইয়ে।