হ্যামস্ট্রিং সমস্যায় ভোগা এই দুজনকে নিউ জিল্যান্ড সিরিজের শেষ দুই টি-টোয়েন্টিতে বিশ্রাম দিয়েছে পাকিস্তান।
Published : 24 Apr 2024, 11:03 PM
নিউ জিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের বাকি অংশ থেকে ছিটকে গেছেন কিপার-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান ও অলরাউন্ডার ইরফান খান। চোট থেকে সেরে না ওঠায় এই দুজনকে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টিতে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
তৃতীয় টি-টোয়েন্টিতে গত শনিবার পায়ে ক্র্যাম্প করায় বেশিক্ষণ খেলতে পারেননি রিজওয়ান। ২১ বলে ২২ রান করে আহত অবসর নেন তিনি। পরে তার হ্যামস্ট্রিংয়ে চোটের কথা জানানো হয়। ওই ম্যাচেই একই চোট পান ইরফান।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের বুধবার দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, আগের দিন এই দুই খেলোয়াড়ের চোটের পরীক্ষার রিপোর্ট পেয়ে এবং তা পর্যালোচনা করে তাদেরকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এখন বোর্ডের মেডিকেল টিমের সঙ্গে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন রিজওয়ান ও ইরফান।
চলতি সিরিজে এই নিয়ে তৃতীয় ধাক্কা খেল পাকিস্তান। প্রথম ম্যাচের আগে ডান হাঁটু ও একই পায়ের পেশির চোটে ছিটকে যান আজম খান। সেরে উঠতে ১০ দিনের বিশ্রামে আছেন সাবেক ক্রিকেটার মইন খানের ছেলে আজম।
প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয়টি জিতে এগিয়ে যায় পাকিস্তান। তবে তৃতীয় ম্যাচে ৭ উইকেটের বিশাল জয়ে সিরিজে ১-১ সমতা টানে সফরকারীরা।
বৃহস্পতিবার সিরিজের চতুর্থ ম্যাচ হবে লাহোরে। একই মাঠে শনিবার হবে শেষ টি-টোয়েন্টি।