চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি হিসেবে ২ কোটি টাকা অর্থ পুরস্কার পেয়েছে ফরচুন বরিশাল।
Published : 01 Mar 2024, 11:46 PM
সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে শিরোপা জেতানোর এবারে বিপিএলে ব্যক্তিগত অর্জনের ঝুলিও বেশ ভারী তামিম ইকবালের। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের পাশাপাশি টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কারও পেয়েছেন ফরচুন বরিশাল অধিনায়ক।
এছাড়া এবারের আসরের সর্বোচ্চ উইকেট শিকারি শরিফুল ইসলাম ও সেরা ফিল্ডারের পুরস্কার পেয়েছেন মোহাম্মদ নাইম শেখ। অলরাউন্ড পারফরম্যান্সে ফাইনালের সেরা বরিশালের ক্যারিবিয়ান তারকা কাইল মেয়ার্স।
সব মিলিয়ে এবারের বিপিএলের বিভিন্ন ক্ষেত্রের সেরা যারা:
ম্যান অব দা টুর্নামেন্ট:
তামিম ইকবাল (১৫ ম্যাচে ৩ ফিফটিসহ ৪৯২ রান), ১০ লাখ টাকা
ম্যান অব দা ফাইনাল:
কাইল মেয়ার্স (২৬ রানে ১ উইকেট ও ৩০ বলে ৪৬ রান), ৫ লাখ টাকা
সর্বোচ্চ রান:
তামিম ইকবাল (১৫ ম্যাচে ৩ ফিফটিসহ ৪৯২ রান), ৫ লাখ টাকা
সর্বোচ্চ উইকেট:
শরিফুল ইসলাম (১২ ম্যাচে ২২ উইকেট), ৫ লাখ টাকা
সেরা ফিল্ডার:
মোহাম্মদ নাইম শেখ (১২ ম্যাচে ৮ ক্যাচ), ৩ লাখ টাকা
চ্যাম্পিয়ন:
ফরচুন বরিশাল, ২ কোটি টাকা
রানার্স-আপ:
কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ১ কোটি টাকা