টেস্ট দলের নিয়মিত উইকেটকিপার-ব্যাটসম্যান ও বড় ভরসা হয়ে ওঠা জশুয়া দা সিলভাকে ‘এ’ দলেও রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচ ও একদিনের ম্যাচের দুটি সিরিজেই ক্যারিবিয়ানদের ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন ১৬ টেস্ট খেলা ২৪ বছর বয়সী ক্রিকেটার।
গত মাসেই বাংলাদেশের বিপক্ষে সিরিজে ক্যারিবিয়ানদের জাতীয় দলে খেলা পেসার অ্যান্ডারসন ফিলিপ ও ব্যাটসম্যান কেসি কার্টি জায়গা পেয়েছেন ‘এ’ দলে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি টেস্ট খেলা ফাস্ট বোলার শার্মন লুইস ও একটি টেস্ট খেলা ব্যাটসম্যান জেরেমি সলোজানো আছেন চার দিনের ম্যাচের সিরিজের দলে।
একদিনের ম্যাচের সিরিজের দলে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা ক্রিকেটার আছেন শার্মন লুইস ছাড়াও স্পিনিং অলরাউন্ডার কেভিন সিনক্লেয়ার ও পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রিভস।
দুই দলেই আছেন ক্যারিবিয়ান গ্রেট শিবানারাইন চন্দরপলের ছেলে তেজনারাইন চন্দরপল। বাংলাদেশের বিপক্ষে গত মাসে টেস্ট সিরিজে রিজার্ভ তালিকায় ছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
মোহাম্মদ মিঠুনের নেতৃত্বে চার দিনের ম্যাচের সিরিজের বাংলাদেশ ‘এ’ দল এখন ওয়েস্ট ইন্ডিজেই আছে। প্রথম চার দিনের ম্যাচটি হবে বৃহস্পতিবার থেকে, পরেরটি ১০ অগাস্ট থেকে। এরপর দুই দল খেলবে তিন ম্যাচের ৫০ ওভারের ম্যাচের সিরিজ।
সবকটি ম্যাচ হবে সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে।
চারদিনের ম্যাচের উইন্ডিজ ‘এ’ স্কোয়াড: জশুয়া দা সিলভা (অধিনায়ক), আলিক আথানেজ, কলিন আর্চবল্ড, ইয়ানিক ক্যারিয়াহ, কেসি কার্টি, ব্রায়ান চার্লস, তেজনারাইন চন্দরপল, জাস্টিন গ্রিভস, টেভিন ইমলাক, শার্মন লুইস, জেরেমিয়া লুইস, মার্কুইনো মাইন্ডলি, অ্যান্ডারসন ফিলিপ, জেরেমি সলোজানো।
একদিনের ম্যাচের উইন্ডিজ স্কোয়াড: জশুয়া দা সিলভা (অধিনায়ক), আলিক আথানেজ, টেডি বিশপ, তেজনারাইন চন্দরপল, ইয়ানিক ক্যারিয়াহ, জাস্টিন গ্রিভস, টেভিন ইমলাক, শার্মন লুইস, জেরেমিয়া লুইস, প্রেস্টন ম্যাকসুইন, মার্কুইনো মাইন্ডলি, অ্যান্ডারসন ফিলিপ, কেভিন সিনক্লেয়ার, শামার স্প্রিঙ্গার।
চার দিনের ম্যাচের বাংলাদেশ স্কোয়াড: সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মোহাম্মদ মিঠুন, ফজলে রাব্বি মাহমুদ, শাহাদত হোসেন দিপু, জাকের আলি অনিক, নাঈম হাসান, তানভির ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরি, এনামুল হক।
একদিনের ম্যাচের বাংলাদেশ স্কোয়াড: সৌম্য সরকার, সাইফ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাহাদত হোসেন দিপু, জাকের আলি অনিক, সাব্বির রহমান, নাঈম হাসান, রকিবুল হাসান, রেজাউর রহমান রাজা, সৈয়দ খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরি।