এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুনিল নারাইনকে পেতে ওয়েস্ট ইন্ডিজ দল থেকে প্রবল চেষ্টা করা হলেও অবসর ভেঙে ফিরবেন না বলে জানিয়ে দিলেন আইপিএলে দারুণ ফর্মে থাকা স্পিনিং অলরাউন্ডার।
Published : 23 Apr 2024, 09:54 AM
সম্ভাবনা ঝরে পড়ল অঙ্কুরেই। এক বছর ধরে চালিয়ে যাওয়া রভম্যান পাওয়েলের প্রচেষ্টা সফল হলো না। ওয়েস্ট ইন্ডিজ দলের আশাও পূরণ হলো না। সুনিল নারাইন জানিয়ে দিলেন, অবসরের সিদ্ধান্ত নিয়ে তিনি শান্তিতেই আছেন। আইপিএলে দুর্দান্ত ফর্মে থাকা স্পিনিং অলরাউন্ডারের পরিষ্কার প্রতিক্রিয়া, বিশ্বকাপ খেলার জন্য আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কোনো ইচ্ছে তার নেই।
এবারের আইপিএলে ব্যাটে-বলে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে এখনও পর্যন্ত ম্যান অব দা টুর্নামেন্ট হওয়ার লড়াইয়ে এগিয়ে আছেন নারাইন। দুর্দান্ত এই ফর্মের কারণে যখন তাকে নিয়ে আলোচনা, তখনই ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি অধিনায়ক পাওয়েল জানান, নারাইনকে বিশ্বকাপ দলে পেতে সবরকম চেষ্টাই তিনি করে যাচ্ছেন। নারাইনের নিজের একটি কথায়ও ছিল সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আভাস।
তবে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের মাধ্যমে এক বিবৃতিতে নারাইন জানিয়ে দিলেন, বিশ্বকাপে মাঠের লড়াইয়ে নয়, তিনি থাকবেন সমর্থক হিসেবে।
“আমার পারফরম্যান্সের কারণে সাম্প্রতিক সময়ে যেভাবে অনেকে প্রকাশ্যে ইচ্ছাপ্রকাশ করেছেন যে, আমি যেন অবসর থেকে ফিরে আসি এবং সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলি, তাতে আমি সত্যিই মোহিত ও বিনীত। তবে (অবসরের) সিদ্ধান্তটি নিয়ে আমি শান্তিতেই আছি। কখনও হতাশ করতে চাই না কাউকে, তবে দুয়ারটি এখন বন্ধ এবং জুনে ওয়েস্ট ইন্ডিজের হয়ে যারা মাঠে নামবে, তাদেরকে সমর্থন করব আমি।”
নারাইনকে ওয়েস্ট ইন্ডিজের হয় সবশেষ দেখা গেছে ২০১৯ সালের অগাস্টে। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগগুলোয় তিনি নিয়মিত পারফর্ম করে চলেছেন এবং সবচেয়ে কাক্ষিত ক্রিকেটারদের একজন। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে দূরে রেখেছেন লম্বা সময়। বোলিং অ্যাকশন নিয়ে সংশয় এখানে একটি বড় কারণ বলে মনে করা হয়। আন্তর্জাতিক ক্রিকেটে খেললে নিশ্চিতভাবেই আবার আতশ কাঁচের নিচে আসবে তার অ্যাকশন। সেই ঝুঁকি তিনি নিতে চান না বলেই ধারণা করেন অনেকে।
তার পরও নানা সময়ে তার জাতীয় দলে ফেরা নিয়ে কথা হয়েছে। অবশেষে গত নভেম্বরে আনুষ্ঠানিকভাবেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দেন তিনি।
তার পরও তাকে ফেরানোর আলোচনা আবার উঠে যায় এবারের আইপিএলের পারফরম্যান্সে। এবারের আসরে এখনও পর্যন্ত কলকাতার হয়ে রান ও উইকেট, দুটিতেই সবার ওপরে নারাইন। টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিসহ এখনও পর্যন্ত ৭ ইনিংসে ২৮৬ রান করেছেন তিনি ৪০.৮৫ গড় ও ১৭৬.৫৪ স্ট্রাইক রেটে। রান জোয়ারের আসরেও বল হাতে ওভারপ্রতি স্রেফ ৭.১০ রান দিয়ে উইকেট শিকার করেছেন ৯টি।
রাজস্থানের বিপক্ষে সেঞ্চুরির পর ম্যাচের মাঝবিরতিতে টিভি সম্প্রচারে কথোপকথনে অবসর ভেঙে ফেরার প্রশ্নে নারাইন বললেন, “যেমন থাকার, এখনও তেমনই আছে। তবে দেখা যাক, ভবিষ্যতে কী হয়…।”সেদিনই ম্যাচ শেষে ক্যারিবিয়ানদের টি-টোয়েন্টি অধিনায়ক পাওয়েল বলেন, “গত ১২ মাস ধরে আমি তার কানের কাছে গুনগুন করেই যাচ্ছি (ফেরার ব্যাপার নিয়ে), তবে সে কারও কথা কানে তুলছে না। পোলার্ড, ব্রাভো, পুরান… ওর ঘনিষ্ঠ যারাই আছে, সবাইকে দিয়ে চেষ্টা করে যাচ্ছি, কিন্তু মানছে না সে। আশা করি, দল নির্বাচনের আগে কেউ তাকে রাজি করাতে পারবে।”
বিশ্বকাপের দল ঘোষণা করতে হবে আগামী ১ মের মধ্যে। নারাইন এর আগেই পরিষ্কার করে দিলেন নিজের অবস্থান। তার মতে, নিয়মিত খেলে আসা ক্রিকেটারদেরই বিশ্বকাপ খেলার সুযোগটা প্রাপ্য।
“গত কয়েক মাস ধরে যে ছেলেরা কঠোর পরিশ্রম করেছে এবং সুযোগটা যাদের প্রাপ্য আমাদের দুর্দান্ত সমর্থকদের দেখিয়ে দেওয়ার যে, তারা আরেকটি শিরোপা জয়ের সামর্থ্য তাদের আছে- তোমাদেকে আমি সবটুকু শুভ কামনা জানাই।”
আন্তর্জাতিক ক্যারিয়ারে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৬ টেস্ট ও ৬৫ ওয়ানডে খেলেছেন নারাইন। টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও পর্যন্ত তিনি ৫০৫টি ম্যাচ খেললেও এর স্রেফ ৫১টি খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে।