Published : 08 Oct 2023, 04:11 PM
হার্দিক পান্ডিয়ার ফুল লেংথ ডেলিভারি সজোরে বোলারের ডান পাশ দিয়ে মারলেন ডেভিড ওয়ার্নার। চোখের পলকে বল গেল সীমানায়। ওয়ার্নার ছুঁয়ে ফেললেন বিশ্বকাপে ১ হাজার রানের মাইলফলক।
স্রেফ ১৯ ইনিংসে এই ঠিকানায় পৌঁছে বৈশ্বিক আসরে দ্রুততম হাজার রানের রেকর্ডও গড়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার। চেন্নাইয়ে রোববার ভারতের বিপক্ষে ম্যচটিতে নামার আগে বিশ্বকাপে তার নামের পাশে ছিল ৯৯২ রান।
এত দিন এই রেকর্ড ছিল টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক ভারতীয় কিংবদন্তি সাচিন টেন্ডুলকার ও দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের। তারা ২০ ইনিংসে পা রাখেন ১ হাজার রানের ঘরে।
তাদের পেছনে ফেলার পথে ২০১৫ সালের আসরে ৮ ইনিংসে ১ সেঞ্চুরিসহ ৩৪৫ রান করেন ওয়ার্নার। পরে ইংল্যান্ডে গত বিশ্বকাপে ১০ ইনিংসে ৩টি করে ফিফটি-সেঞ্চুরিতে তার ব্যাট থেকে আসে আসরের দ্বিতীয় সর্বোচ্চ ৬৪৭ রান।
বিশ্বকাপে হাজার রান করা চতুর্থ অস্ট্রেলিয়ান ওয়ার্নার। তার আগে এই মাইলফলক স্পর্শ করেন মার্ক ওয়াহ, রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট। সব মিলিয়ে এই তালিকার ২২তম ক্রিকেটার ওয়ার্নার।
ওয়ার্নারের রেকর্ড ভাঙার খুব কাছে রোহিত শর্মা। বিশ্ব আসরে স্রেফ ১৭ ইনিংসে ৯৭৮ রান করেছেন ভারতীয় অধিনায়ক। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ২২ রান করলেই দ্রুততম হাজার রানের মালিক হবেন তিনি।