হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া টেম্বা বাভুমার অনুপস্থিতিতে নিজের বিদায়ী টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন ডিন এলগার।
Published : 28 Dec 2023, 09:59 PM
সেঞ্চুরিয়নে পাওয়া চোটে ওয়ান্ডারার্স টেস্ট থেকে ছিটকে গেলেন টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অধিনায়কের দায়িত্ব পেলেন ডিন এলগার।
ভারতকে স্রেফ তিন দিনেই হারিয়ে দেওয়ার পর সংবাদ সম্মেলনে এই খবর জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার কোচ কনরাড শুক্রি।
ম্যাচের প্রথম দিনের প্রথম সেশনেই হ্যামস্ট্রিংয়ে চোট পান বাভুমা। বিশতম ওভারে মার্কো ইয়ানসেনের বলে ভিরাট কোহলির দারুণ একটি ড্রাইভ অনেকটা পথ দৌড়ে ঠেকান প্রোটিয়া অধিনায়ক।
এই প্রক্রিয়ায় তিনি টান অনুভব করেন পেশিতে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। পরে সহায়তায় মাঠ ছেড়ে যান বাভুমা। ম্যাচের বাকি অংশে দলকে নেতৃত্ব দেন এই সিরিজ দিয়েই টেস্ট ছাড়ার ঘোষণা দেওয়া এলগার।
ম্যাচ শেষে নিয়মিত অধিনায়কের ছিটকে যাওয়ার খবর দেওয়ার পাশাপাশি বদলি ক্রিকেটারের নামও জানিয়েছেন দক্ষিণ আফ্রিকা কোচ।
“শারীরিকভাবে টেম্বা খুব ভালো অবস্থায় নেই। যেকোনোভাবে ব্যাটিংয়ের জন্য সে প্রস্তুত ছিল। আমরা তার অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করেছি।”
“কিছু বিষয় থাকে ট্যাকটিক্যাল। সম্ভাব্য ঝুঁকির কথা মনে হয়েছে আমাদের। ঝুঁকি ছিল তার অবস্থা আরও খারাপ হতে পারে। দুই সপ্তাহ সময়ের মধ্যে তাকে আবার দেখা হবে। নিশ্চিতভাবেই সে কেপ টাউনে খেলতে পারবে না। জুবায়ের হামজা যোগ দেবে দলে।”
বাভুমার চোট একরকম আশীর্বাদ হয়েই এসেছে এলগারের জন্য। আগেই তিনি ঘোষণা দিয়েছেন, কেপটাউনে ওয়ান্ডারার্স টেস্ট দিয়েই ছেড়ে দেবেন এই সংস্করণ। সেই ম্যাচে এবার পেয়ে গেলেন অধিনায়কত্ব।
আগেও দলকে নেতৃত্ব দিয়েছেন এলগার। ২০১৭ থেকে চলতি বছরের শুরুর সময় পর্যন্ত তার নেতৃত্বে ১৭ টেস্ট খেলে ৯টিতে জিতেছে দক্ষিণ আফ্রিকা। এবার ক্যারিয়ারের ইতি টানার ম্যাচে আরও একবার ব্লেজার গায়ে টস করতে নামবেন বাঁহাতি ওপেনার।