৭ কোটি রুপির ক্যাটাগরিতে জাদেজা

বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তির সর্বোচ্চ ক্যাটাগরিতে রোহিত শর্মা, বিরাট কোহলি ও জাসপ্রিত বুমরাহর সঙ্গী এখন এই অলরাউন্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2023, 03:32 PM
Updated : 27 March 2023, 03:32 PM

চোট কাটিয়ে লম্বা সময় পর মাঠে ফিরে চমৎকার সব পারফরম্যান্স উপহার দেওয়ার পুরস্কার পেয়েছেন রবীন্দ্র জাদেজা। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তির সর্বোচ্চ স্তর ‘এ প্লাস’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে এই অলরাউন্ডারকে। 

২০২২-২৩ মৌসুমের জন্য চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা রোববার প্রকাশ করে বিসিসিআই। 

আগে থেকেই বাৎসরিক ৭ কোটি রুপির ‘এ প্লাস’ ক্যাটাগরিতে থাকা অধিনায়ক রোহিত শর্মা, তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি ও তারকা পেসার জাসপ্রিত বুমরাহর সঙ্গী এখন জাদেজা।

 ‘এ’ ক্যাটাগরিতে রাখা হয়েছে পাঁচজন ক্রিকেটারকে। ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উঠেছেন স্পিনিং অলরাউন্ডার আকসার প্যাটেল। পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার উন্নতি ‘সি’ থেকে ‘এ’-তে। বাৎসরিক ৫ কোটি রুপির এই তালিকায় তাদের সঙ্গী রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি ও রিশাভ পান্ত। 

পড়তি ফর্মের কারণে ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে অবনতি হয়েছে লোকেশ রাহুলের। ‘সি’ থেকে ‘বি’-তে উঠে এসেছেন সূর্যকুমার যাদব ও শুবমান গিল। এই ক্যাটাগরিতে আরও আছেন চেতেশ্বর পুজারা, শ্রেয়াস আইয়ার, মোহাম্মদ সিরাজ। 

‘বি’ থেকে ‘সি’-তে নেমে গেছেন শার্দুল ঠাকুর। নতুন করে চুক্তিবদ্ধ হয়েছেন কুলদিপ যাদব, ইশান কিষান, দিপক হুডা, সাঞ্জু স্যামসন, আর্শদিপ সিং ও শ্রিকর ভারত। ‘সি’ ক্যাটাগরিতে জায়গা ধরে রেখেছেন ওয়াশিংটন সুন্দর।

গত মৌসুমে ‘বি’ ক্যাটাগরিতে থাকা অজিঙ্কা রাহানে ও ইশান্ত শর্মাকে এবার চুক্তিতে রাখা হয়নি। চুক্তি থেকে আরও বাদ পড়েছেন ভুবনেশ্বর কুমার, মায়াঙ্ক আগারওয়াল, হনুমা বিহারি, ঋদ্ধিমান সাহা ও দিপক চাহার। 

‘এ প্লাস’ ক্যাটাগরি (৭ কোটি রুপি): রোহিত শর্মা, বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা।

‘এ’ ক্যাটাগরি (৫ কোটি রুপি): হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, রিশাভ পান্ত ও আকসার প্যাটেল।

‘বি’ ক্যাটাগরি (৩ কোটি রুপি): চেতেশ্বর পুজারা, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, মোহাম্মদ সিরাজ, সূর্যকুমার যাদব ও শুবমান গিল।

‘সি’ ক্যাটাগরি (১ কোটি রুপি): উমেশ যাদব, শিখর ধাওয়ান, শার্দুল ঠাকুর, ইশান কিষান, দিপক হুডা, যুজবেন্দ্র চেহেল, কুলদিপ যাদব, ওয়াশিংটন সুন্দর, সাঞ্জু স্যামসন, আর্শদিপ সিং ও শ্রিকর ভারত।