টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম দেড়শ ছোঁয়ার রেকর্ড এখন ‘বেবি এবি’ নামে পরিচিতি ১৯ বছর বয়সী এই ব্যাটসম্যানের।
Published : 31 Oct 2022, 11:28 PM
মুখোমুখি দ্বিতীয় বলে বাউন্ডারি মেরে শুরু। এরপর যেন আর থামাথামি নেই ডেওয়াল্ড ব্রেভিসের। প্রতিপক্ষের বোলারদের চোখের জল নাকের জল এক করে, চার-ছক্কার বৃষ্টি ঝরিয়ে খেললেন বিস্ফোরক ইনিংস। নাম তুললেন রেকর্ড বইয়ে।
দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘সিএসএ টি২০ চ্যালেঞ্জ’-এ সোমবার টাইটান্সের হয়ে ৫৭ বলে ১৬২ রানের খুনে ইনিংস খেলেন ব্রেভিস। নাইটসের বিপক্ষে ১৯ বছর বয়সী ব্যাটসম্যানের ইনিংসটি গড়া ১৩টি করে চার ও ছক্কায়।
২০ ওভারের ক্রিকেটে জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদাজা ও আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাইয়ের সঙ্গে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এটি।
১৭২ রান করে তালিকায় দুইয়ে আছেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ (তার ইনিংসটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ)। আর ২০১৩ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৬৬ বলে অপরাজিত ১৭৫ রানের ইনিংসে চূড়ায় আছেন ওয়েস্ট ইন্ডিজের মহাতারকা ক্রিস গেইল।
পচেফস্ট্রুমে টাইটান্স ব্যাটিংয়ে নামে টস হেরে। ইনিংসের প্রথম বলে ব্রেভিস নেন সিঙ্গেল, ওই ওভারের শেষ দুই বলে মারেন টানা চার।
এরপর তার তাণ্ডবে দিশেহারা হয়ে পড়েন নাইটসের বোলাররা। ৬ চার ও ৪ ছক্কায় ফিফটি পূর্ণ করেন তিনি ১৮ বলে। পরের পঞ্চাশ করতে লাগে আর ১৭ বল। ৩৫ বলে সেঞ্চুরির পর ৫২ বলে পূর্ণ করেন দেড়শ।
টি-টোয়েন্টিতে দ্রুততম দেড়শ ছোঁয়ার রেকর্ড এটি। এতদিন রেকর্ডটা ছিল গেইলের। ১৭৫ রানের ইনিংসটির পথে তিনি দেড়শ ছুঁয়েছিলেন ৫৩ বলে।
ব্রেভিসের ইনিংস থামে শেষ ওভারে। জিবশান পিলাইয়ের সঙ্গে তিনি উপহার দেন ১৭৯ রানের উদ্বোধনী জুটি। ২০ ওভারে টাইটান্স ৩ উইকেট হারিয়ে তোলে ২৭১ রান। জবাবে নাইটস করে ৯ উইকেটে ২৩০।
দুই দল মিলিয়ে ৫০১ রান কোনো টি-টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ। ২০১৬ সালে নিউ জিল্যান্ডের সুপার স্মাশ-এ ওটাগো ও সেন্ট্রাল ডিসট্রিক্টস ম্যাচের ৪৯৭ রান আগের রেকর্ড।
ব্যাটিংয়ের ধরনে দক্ষিণ আফ্রিকান তারকা এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে অনেক মিল বলে ব্রেভিসের নামই হয়ে গেছে ‘বেবি এবি’। যাকে তিনি আদর্শ মানেন, সেই ডি ভিলিয়ার্স ইনিংসটি দেখে টুইটারে মুগ্ধতা প্রকাশ করেন অল্প কথায়, “ডেওয়াল্ড ব্রেভিস। আর কিছু বলার দরকার নেই।”
ব্রেভিস আলোড়ন তোলেন গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দিয়ে। গড়েন যুব বিশ্বকাপের ইতিহাসে এক আসরে সবচেয়ে বেশি রানের রেকর্ড। সেই পারফরম্যান্সেই গত আইপিএলে তাকে দলে টানে মুম্বাই ইন্ডিয়ান্স।
আইপিএলের পর এই বছর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও খেলেছেন ব্রেভিস। একটি ম্যাচে ছক্কা হাঁকান টানা পাঁচটি।
আগামী বছর দক্ষিণ আফ্রিকার নতুন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে তিনি খেলবেন মুম্বাই ফ্র্যাঞ্চাইজির দল এমআই কেপ টাউনের হয়ে।