নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে নিউ জিল্যান্ড সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি৷
Published : 18 Nov 2023, 05:38 PM
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন হাসান মুরাদ। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের দুই বছরের মধ্যে তিনি ডাক পেলেন জাতীয় টেস্ট দলে।
বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। দুই ম্যাচের স্কোয়াডে ফিরেছেন সাদমান ইসলাম, নুরুল হাসান সোহান ও নাঈম হাসান।
নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের চোট ও সহ-অধিনায়ক লিটন কুমার দাস ছুটি নেওয়ায় আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজে অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত। এই সংস্করণে বাংলাদেশের ত্রয়োদশ অধিনায়ক হতে চলেছেন তিনি।
২০২১ সালের জাতীয় লিগ দিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে যাত্রা শুরু মুরাদের। এখন পর্যন্ত ২৫ ম্যাচের ৪৩ ইনিংসে ২২ বছর বয়সী বাঁহাতি স্পিনারের শিকার ১২১ উইকেট। ইনিংসে ৫ উইকেট তার ১১ বার, সেরা বোলিং ১১৯ রানে ৮ উইকেট।
বিসিবির দেওয়া ভিডিওবার্তায় তরুণ এই স্পিনারকে নিয়ে আশার কথা জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন।
"একদম নতুন হাসান মুরাদকে আমরা দলে যুক্ত করেছি। গত দুই বছর ধরে প্রথম শ্রেণির ক্রিকেটে যথেষ্ট ভালো পারফর্ম করেছে সে। আমাদের হাই পারফরম্যান্সেও যথেষ্ট ভালো কাজ করেছে এবার। আমরা আশাবাদী। সে যদি সুযোগ পায়, নিজেকে মেলে ধরতে পারবে।"
স্কোয়াডে নেওয়া হয়েছে টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা শাহাদাত হোসেন, হাসান মাহমুদকেও। আফগানিস্তানের বিপক্ষে সবশেষ ম্যাচে প্রথমবার দলে ডাক পেলেও খেলার সুযোগ পাননি শাহাদাত। আর ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবার টেস্ট দলে ডাক পান হাসান, খেলার সুযোগ পাননি তিনিও।
সবশেষ টেস্ট দল থেকে বাদ পড়া একমাত্র ক্রিকেটার মুশফিক হাসান। শাহাদাতের মতোই আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার দলে ডাক পান ২১ বছর বয়সী এই পেসার। না খেলেই জায়গা হারালেন তিনি।
দলে ফেরা তিনজনই চলতি জাতীয় ক্রিকেট লিগে আছেন দারুণ ছন্দে। নিউ জিল্যান্ড সিরিজের দল ঘোষণার দিনই প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম হ্যাটট্রিক করেছেন নাঈম।
আগের পাঁচ রাউন্ডে তিনবার ৫ উইকেটসহ তিনি ধরেছেন লিগের সর্বোচ্চ ৩১ শিকার। এমন পারফরম্যান্সের সৌজন্যে আবার টেস্ট দলে ফিরেছেন গত বছরের মে মাসে সবশেষ টেস্ট খেলা ২৩ বছর বয়সী অফ স্পিনার।
সাদমান সবশেষ টেস্ট খেলেছেন গত বছর এপ্রিলে দক্ষিণ আফ্রিকা সফরে। এবারের লিগে চতুর্থ রাউন্ডে প্রথম শ্রেণির ক্যারিয়ারে নিজের সর্বোচ্চ ২৫০ রান করেছেন তিনি। সব মিলিয়ে প্রথম পাঁচ রাউন্ডের ৮ ইনিংসে তার সংগ্রহ ৪১১ রান৷
খুলনা বিভাগের হয়ে চতুর্থ ও পঞ্চম রাউন্ডের ম্যাচে শতক ছোঁয়া ইনিংস খেলেছেন সোহান। ৯ ইনিংসে তিনি করেছেন লিগের দ্বিতীয় সর্বোচ্চ ৪৩৫ রান। গত বছর ডিসেম্বরে ভারত সিরিজের পর আবারও টেস্ট খেলার দুয়ারে এই কিপার-ব্যাটসম্যান।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৮ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৬ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে দ্বিতীয় ম্যাচ।
বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন, হাসান মুরাদ।
নতুন মুখ: হাসান মুরাদ
দলে ফিরলেন: সাদমান ইসলাম, নুরুল হাসান সোহান, নাঈম হাসান
সবশেষ স্কোয়াড থেকে নেই: তাসকিন আহমেদ (চোট), ইবাদত হোসেন (চোট), লিটন কুমার দাস (ছুটি), মুশফিক হাসান (বাদ)।