শিরোপাধারী ইংল্যান্ডকে ১৫৬ রানে অলআউট করল শ্রীলঙ্কা।
Published : 26 Oct 2023, 06:03 PM
চলতি বিশ্বকাপে আরও একবার হতাশ করলেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। শ্রীলঙ্কার পেস বোলিংয়ের সামনে যেন জবাব খুঁজে পেলেন না জনি বেয়ারস্টো, জস বাটলাররা। কোনোমতে দেড়শ পেরিয়েই গুটিয়ে গেল টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা।
বেঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ১০০ বল বাকি থাকতেই ১৫৬ রানে অল আউট হয়ে গেছে ইংল্যান্ড। এ নিয়ে টুর্নামেন্টে পাঁচ ম্যাচে দ্বিতীয়বার দুইশর আগেই অলআউট হলো বাটলারের দল।
বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে এটিই ইংল্যান্ডের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এছাড়া এই সংস্করণে বেঙ্গালোরের মাঠেও সর্বনিম্ন স্কোর এটি। ১৯৯৯ সালে পাকিস্তানের বিপক্ষে ১৬৮ রানে অলআউট হয়েছিল স্বাগতিক ভারত।
বৈশ্বিক এই টুর্নামেন্টে আগের ১১ ম্যাচে শ্রীলঙ্কার জয় ৫টি, ইংল্যান্ড জিতেছে ৬টি। এবার মুখোমুখি লড়াইয়ে সমতা আনতে তুলনামূলক সহজ লক্ষ্য পেল ১৯৯৬ সালের চ্যাম্পিয়নরা।
ইংলিশদের অল্পেই থামানোর পথে ৩ উইকেট নেন লাহিরু কুমারা। এবারের আসরে প্রথম খেলতে নেমে ২ শিকার করেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। আরেক পেসার কাসুন রাজিথাও নেন ২ উইকেট।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করেন দাভিদ মালান। চতুর্থ ওভারে রাজিথাকে জোড়া চার মারেন তিনি। দিলশান মাদুশানকা পরের ওভারে বাঁহাতি ওপেনার বাউন্ডারি মারেন তিনটি।
সপ্তম ওভারে বোলিংয়ে এসে তাকে ফেরান ম্যাথিউস। ওয়ানডেতে ৪৪ মাস পর প্রথম বল হাতে নিয়েই সাফল্য পান শ্রীলঙ্কার সাবেক এই অধিনায়ক। তার তৃতীয় বলে কট বিহাইন্ড হন মালান (২৫ বলে ২৮)।
৪৫ রানে ভাঙে উদ্বোধনী জুটি। এরপর আর সে অর্থে তেমন কোনো জুটি গড়ে ওঠেনি। জনি বেয়ারস্টো করেন ৩১ বলে ৩০ রান।
অন্য প্রান্তে যাওয়া-আসার মিছিলে এক প্রান্ত আগলে রাখেন বেন স্টোকস। তার প্রতিরোধ থামান কুমারা। শর্ট লেংথ বলে বড় শটের চেষ্টায় সীমানায় ধরা পড়েন ৪৩ রান করা স্টোকস।
শেষ দিকে ডেভিড উইলির একটি করে চার-ছক্কায় ১৪ রানের ইনিংসে দেড়শ পেরোয় ইংল্যান্ড।