Published : 22 Dec 2022, 07:23 PM
চলতি বছর তিন সংস্করণেই বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান লিটন দাসের। কিন্তু বছরের শেষটা ভালো কাটছে না তার। ভারতের বাংলাদেশ সফরে বড় রানের দেখা পাচ্ছেন না বাংলাদেশের টেস্ট দলের সহ-অধিনায়ক। জেমি সিডন্সের মতে, রঙিন পোশাকের ফর্ম দীর্ঘ পরিসরের ক্রিকেটে আনতে সমস্যা হচ্ছে লিটনের।
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৪১ রান করেন লিটন। পরের দুই ম্যাচে থামেন ৭ ও ২৯ রানে। প্রতিবারই ভালো শুরুর পর ইনিংস বড় করতে পারেননি বাংলাদেশের ব্যাটিং অর্ডারের বড় ভরসা। ব্যতিক্রম হয়নি টেস্ট সিরিজেও।
চট্টগ্রামে প্রথম ইনিংসে ৫ চারে ৩০ বলে করেন ২৪ রান। এরপর মোহাম্মদ সিরাজের সঙ্গে ছোট্ট মনস্তাত্ত্বিক লড়াইয়ে মনোসংযোগ হারিয়ে তিনি হারান নিজের উইকেটও। পরের ইনিংসে কুলদিপ যাদবের বলে তেড়েফুঁড়ে মারতে গিয়ে ধরা পড়েন মিড অন ও লং অনের মাঝামাঝি জায়গায়।
মিরপুরে বছরের শেষ ম্যাচে লিটনের কাছে প্রত্যাশা ছিল সাম্প্রতিক ব্যর্থতা ভুলে দারুণ কিছু করার। শুরুটা তেমন আশা জাগানিয়াই ছিল তার। সিরাজের বুক সমান উচ্চতার ডেলিভারিতে পুল করে ছক্কা মারেন তিনি। বাংলাদেশের হতাশার দিনে সেটিকে দিনের সেরা শট বললে ভুল হবে না।
ছয়ের আগে দারুণ এক ব্যাকফুট পাঞ্চে মারেন বাউন্ডারি। পরে আকসার প্যাটেলকে লেট কাট করে ২৩ বলে ২৫ রানে পৌঁছে যান লিটন। কিন্তু বেশিক্ষণ উইকেটে থাকা হয়নি তার। রবিচন্দ্রন অশ্বিনের বলে আলতো শটে ক্যাচ দেন মিড উইকেটে থাকা লোকেশ রাহুলের হাতে। অপমৃত্যু ঘটে আরও একটি সম্ভাবনাময় ইনিংসের।
অথচ এই সিরিজের আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ২৭ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলেন লিটন। তার আগে নিউ জিল্যান্ডে হওয়া ত্রিদেশীয় সিরিজের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে করেন ৪২ বলে ৬৯ রান।
প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে ব্যাটিং কোচ জেমি সিডন্স বললেন, সাদা বলের ক্রিকেটের এই ফর্ম সাদা পোশাকে রূপান্তর করতে পারছেন না লিটন।
“আমার মনে হয়, সে (লিটন) সীমিত ওভারের ক্রিকেটের ফর্মটা, বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপে যেমন খেলেছে, তা এখানে বয়ে আনতে সমস্যা অনুভব করছে। সব রকমের প্রস্তুতিই সে নিয়েছে। ওয়ানডেও খেলেছে।”
উইকেটে গিয়ে শুরু থেকেই লিটনের ইতিবাচক খেলার ধরন পছন্দ সিডন্সেরও। তবে ভালো শুরুর পর তাকে ইনিংস বড় করার প্রয়োজনীয়তাও মনে করিয়ে দিয়েছেন ব্যাটিং কোচ।
“এখন টেস্ট খেলছে। এখানে মাটিতে রেখে শট খেলা উচিত তার। সে ব্যাটিংয়ে গিয়ে শুরু থেকেই দারুণ ছিল। প্রতি ইনিংসে তার ব্যাটিং বেশ সুন্দর ছিল, দ্রুত রান করেছে। যা আমরা তার কাছ থেকে দেখতে পছন্দ করি।”
“কিন্তু হঠাৎ একটি বল হাওয়ায় ভাসিয়ে খেলে দিয়েছে। এটি আরও একটি মনস্ত্বাত্তিক ভুল ছিল, আমার মতে। সে আমাদের সেরা খেলোয়াড়। বিশের ঘরে আউট হওয়ার বদলে তার বড় স্কোর করা প্রয়োজন।”