চলতি জাতীয় লিগে আর খেলা হবে না ২৫ বছর বয়সী এই পেসারের।
Published : 18 Oct 2022, 06:30 PM
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে জাতীয় ক্রিকেট দলের নির্বাচকদের নিয়ে প্রশ্ন তোলায় ও একটি গণমাধ্যমে মন্তব্য করায় এক মাসের জন্য ম্যাচ খেলা থেকে নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছেন বাঁহাতি পেসার মেহেদি হাসান রানা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে।
এক মাসের শাস্তি পাওয়ায় চলতি জাতীয় লিগে আর খেলা হবে না মেহেদি রানার। আগামী ডিসেম্বরে বাংলাদেশ ক্রিকেট লিগের আসর দিয়ে খেলায় ফিরতে পারবেন ২৫ বছর বয়সী এই পেসার।
গত ১০ অক্টোবর শুরু হওয়া জাতীয় লিগের প্রথম রাউন্ডে চট্টগ্রাম বিভাগের একাদশে ছিলেন রানা। ম্যাচের দ্বিতীয় দিনের খেলার পর রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি বিশদ বিবৃতি প্রকাশ করা হয়। তবে বেশিক্ষণ ফেসবুকে রাখা হয়নি সেটি। কিছুক্ষণ পরই সেটি ডিলিট করে দেওয়া হয়।
পরে তার পেজ থেকে ভিন্ন এক বার্তায় দাবি করা হয়, পোস্টটি রানা লেখেননি। বরং তার পেজের সঞ্চালক (এডমিন) উৎসাহী হয়ে আপলোড করেছেন। এ কথা জানিয়ে সবাইকে বিভ্রান্ত না হতে অনুরোধ করেন তিনি।
পোস্টটিতে গত ১২ বছর ধরে ক্রিকেট খেলেও জাতীয় দলে সুযোগ না পাওয়া নিয়ে রানার আক্ষেপের কথা লেখা ছিল। একইসঙ্গে সম্প্রতি এক নির্বাচক রানাকে ‘এ’ দলের জন্য ডেকেও পরে কথা রাখেননি বলে অভিযোগ করা হয়। তবে পোস্টে সেই নির্বাচকের নাম উল্লেখ করা ছিল না।
তাৎক্ষণিকভাবে পোস্টটি ডিলিট করে দেওয়া হলেও এর স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। যা নজর এড়ায়নি বিসিবিরও। তাই এ বিষয়ে জবাবদিহির জন্য গত শনিবার (১৫ অক্টোবর) রানাকে ডাকে বিসিবির শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটি। রানার কাছ থেকে ব্যাখ্যা শুনে মঙ্গলবার বিবৃতি দিয়ে জানানো হলো আনুষ্ঠানিক রায়।
“সামাজিক যোগাযোগ মাধ্যম ও একটি জাতীয় দৈনিকে মন্তব্যের জন্য শাস্তি পেয়েছেন বাঁহাতি এই পেসার। বিসিবির নিবন্ধিত একজন খেলোয়াড়ের কাছ থেকে এই ধরনের মন্তব্য অগ্রহণযোগ্য।”
“হঠকারী এই কাণ্ডের জন্য তাকে কড়া ভাষায় সতর্ক করে দেওয়া হয়েছে।”