বাংলাদেশের ফাস্ট বোলিং ইউনিট ও সব মিলিয়ে দলের সাফল্যে বড় অবদান রাখা অ্যালান ডোনাল্ডের প্রতি কৃতজ্ঞতা জানালেন চান্দিকা হাথুরুসিংহে।
Published : 10 Nov 2023, 03:06 PM
বিশ্বকাপে শেষ ম্যাচে নামার আগে বাংলাদেশ দল পেয়েছে অ্যালান ডোনাল্ডের বিদায়ের খবর। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর আর নবায়ন করছেন না দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি। শনিবারের ম্যাচের পরই তিনি ফিরে যাবেন নিজের দেশে। সামনের দিনগুলোতে বিদায়ী পেস বোলিং কোচের শূন্যতা অনুভব করবেন, জানালেন চান্দিকা হাথুরুসিংহে।
গত বছরের মার্চে বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেন ডোনাল্ড। তখন তার সঙ্গে চলতি বিশ্বকাপ চুক্তি করে বিসিবি। ডোনাল্ডের কোচিংয়ে ফাস্ট বোলিং ইউনিটের ধারাবাহিক উন্নতিতে সন্তুষ্ট হয়ে চুক্তির মেয়াদ বাড়ানোরও প্রস্তাব দেয় দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা।
পারিবারিক কারণ দেখিয়ে আর নতুন চুক্তি করছেন না ডোনাল্ড, জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। তবে সংবাদমাধ্যমে খবর এসেছে, দলের মধ্য থেকে কারও কটাক্ষের শিকার হয়েছেন ডোনাল্ড। বিদায়ের আগে নিজের অসন্তোষের কথাও বলেছেন প্রোটিয়া কিংবদন্তি।
এর শুরুটা মূলত শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর। সেদিন অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইমড আউট করে বাংলাদেশ। এরপর আউটের পক্ষে-বিপক্ষে শুরু হয় নানান আলোচনা। একটি ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড বলেন, তার ভাবনায়ও ছিল না, এমন কিছু করতে পারে বাংলাদেশ দল।
এমন মন্তব্য ভালোভাবে নেয়নি বিসিবি। গুঞ্জন ছড়িয়ে পড়ে, এই মন্তব্যের জেরে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে ডোনাল্ডকে। এটি যে ভিত্তিহীন, তা নিশ্চিত করেন জালাল ইউনুস। তবে নিজেদের অসন্তোষের কথা ডোনাল্ডকে জানানো হয়েছে বলেন বিসিবি পরিচালক।
ডোনাল্ড ছাড়াও বিশ্বকাপ দিয়ে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে বাংলাদেশের সাপোর্ট স্টাফের আরও কয়েকজন সদস্যের। সব কিছু মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে যেন ঠিক আদর্শ অবস্থায় নেই বাংলাদেশ দল।
তবে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ডোনাল্ডের বিদায়ের বিষয়ে দলের মধ্যে কোনো ধরনের নেতিবাচক কিছু নেই বলে জানালেন বাংলাদেশের প্রধান কোচ।
“আমি জানি না, আপনি এটি (ডোনাল্ডকে কটাক্ষ করার দাবি) কোথায় পেয়েছেন। আমি জানি, বিশ্বকাপের মধ্য দিয়ে কয়েক জন কোচ তাদের চুক্তির মেয়াদ পূর্ণ করতে চলেছেন। না, (ডোনাল্ডের সঙ্গে) আমার ব্যক্তিগতভাবে কোনো কথা হয়নি।”
বিশ্বকাপের শুরুতেই নিজের বিদায়ের বার্তা বিসিবিকে দিয়ে রেখেছিলেন ডোনাল্ড। টুর্নামেন্ট প্রায় পুরোটা শেষ করেও তার ভাবনায় আসেনি কোনো পরিবর্তন। বিদায় নিশ্চিত হওয়া কোচের প্রতি কৃতজ্ঞতা জানালেন হাথুরুসিংহে।
“(অস্ট্রেলিয়ার বিপক্ষে) ম্যাচের পর তার সঙ্গে আমরা কথা বলব। এখানে আসার পর থেকে তিনি দারুণ কাজ করেছেন। ফাস্ট বোলিং ইউনিটের পাশাপাশি দলের সাফল্যে তিনি অবদান রেখেছেন। কারণ তিনি দলে অনেক অভিজ্ঞতা ও ব্যক্তিত্ববোধ যোগ করেন। কোচিং প্যানেলে তিনি দারুণ সংযোজন। তার সঙ্গে কাজ করার আমার অভিজ্ঞতাও দারুণ। তো তাকে মিস করব।”