নিউ জিল্যান্ডের আগ্রাসী ওপেনারকে টানা ছয় টি-টোয়েন্টিতে আউট করে দারুণ এক রেকর্ড গড়লেন বাংলাদেশের বাঁহাতি পেসার।
Published : 31 Dec 2023, 10:10 AM
দ্বিতীয় স্পেলে অষ্টম ওভারে বোলিংয়ে এলেন শরিফুল ইসলাম। স্ট্রাইকে তখন ফিন অ্যালেন। ধারাভাষ্যকার বললেন, ‘টানা পাঁচ ম্যাচে অ্যালেনকে আউট করেছেন শরিফুল… হবে আরও একবার?’ দুই বল পরই তা হয়ে গেল! চমৎকার ডেলিভারিতে অ্যালেনকে বোল্ড করে দারুণ এক রেকর্ডও গড়লেন বাংলাদেশের বাঁহাতি পেসার।
মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে রোববার অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে অ্যালেন একাই এগিয়ে নিচ্ছিলেন নিউ জিল্যান্ডের ইনিংস। দ্বিতীয় স্পেলে বোলিংয়ে ফিরে ভেতরে ঢোকা দুর্দান্ত ডেলিভারিতে তাকে থামান শরিফুল। বল স্টাম্পে ছোবল দেওয়ার পর অ্যালেনের চোখে-মুখের অভিব্যক্তিতেই পরিষ্কার বোঝা যাচ্ছিল, কতটা ভালো ছিল ওই ডেলিভারি।
এ নিয়ে টি-টোয়েন্টিতে ৯ বারের দেখায় ৬ বারই শরিফুলের বলে আউট হন অ্যালেন। এই ৬টিই আবার সবশেষ ৬ ম্যাচে টানা।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো বোলারের বলে এক ব্যাটসম্যানের সবচেয়ে বেশিবার আউটের রেকর্ড এটিই।
এত দিন এই রেকর্ড ছিল শ্রীলঙ্কার দুশমন্থ চামিরা ও রুয়ান্ডার মার্ক আকায়েজুর। ভারতের রোহিত শার্মাকে ১২ ইনিংসে ছয়বার আউট করেন চামিরা। তানজানিয়ার ইভান সেলেমানিকে ১৫ ম্যাচে সমান সংখ্যকবার ফেরান আকায়েজু।
তবে টানা ৬ ম্যাচে এক বোলারের কাছে কোনো ব্যাটসম্যানের বিদায় নেওয়ার নজির এটিই প্রথম। অ্যালেনের জন্য শরিফুল তাই এখন বলা যায় বিভীষিকার প্রতিশব্দ।
২০২১ সালে নিউ জিল্যান্ডের বাংলাদেশ সফরে প্রথম অ্যালেনকে আউট করেন শরিফুল। পরে গত বছর ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজের দুই ম্যাচে শরিফুলের বলেই ক্যাচ আউট হন অ্যালেন।
এবারের সিরিজে তিন ম্যাচের প্রতিটিতেই শরিফুলের শিকার নিউ জিল্যান্ডের এই ওপেনার। এই সংস্করণে আর কোনো বোলারের বোলিংয়ে দুইবারের বেশি আউট হননি তিনি।
অ্যালেনকে প্রতি ম্যাচে ফেরানো ছাড়াও পুরো সিরিজেই দারুণ বোলিং করেছেন শরিফুল। তিন ম্যাচে ৬ উইকেট নিয়ে তার হাতেই উঠেছে সিরিজ সেরার পুরস্কার। প্রায় তিন বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এবারই প্রথম পেয়েছেন এই স্বীকৃতি।
নেপিয়ারে প্রথম ম্যাচে ২৬ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে বড় অবদান রাখেন বাঁহাতি পেসার। বৃষ্টিতে ভেসে যাওয়া পরের ম্যাচে তিনি নেন অ্যালেনের উইকেট। আর শেষটিতেও ২ শিকার ধরে জয়ের আশা জাগান শরিফুল।
বছরজুড়েই ধারাবাহিক বোলিং করেছেন ২২ বছর বয়সী পেসার। ২০২৩ সালে তিন সংস্করণ মিলিয়ে ৩২ ইনিংসে তিনি নিয়েছেন ৫২ উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে এক পঞ্জিকা বর্ষে পঞ্চাশ বা তার বেশি উইকেট পাওয়া বাংলাদেশের পঞ্চম বোলার তিনি।