ব্যর্থ বিশ্বকাপ অভিযান শেষে দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার মর্নে মর্কেল।
Published : 13 Nov 2023, 05:51 PM
চুক্তির মেয়াদ এক মাসেরও বেশি সময় বাকি থাকতেই পাকিস্তানের ফাস্ট বোলিং কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন মর্নে মর্কেল।
পিসিবি সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মর্কেলের চাকরি ছাড়ার খবর জানিয়েছে।
গত জুনে ছয় মাসের চুক্তিতে পাকিস্তানের ফাস্ট বোলিং কোচের দায়িত্ব নেন মর্কেল। চলতি বছরের শেষ পর্যন্ত কাজ করার কথা ছিল তার। দলের ব্যর্থতাপূর্ণ বিশ্বকাপ শেষে নিজ থেকেই সরে দাঁড়ালেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ফাস্ট বোলার।
শ্রীলঙ্কায় দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হয় মর্কেলের পাকিস্তানে কোচিং অধ্যায়। একই দেশে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ ও এশিয়া কাপেও দায়িত্ব পালন করেন ৩৯ বছর বয়সী সাবেক পেসার।
অল্প সময়ের মধ্যেই শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়রদের নিয়ে শক্ত পেস বিভাগ গড়ে তোলেন মর্কেল। তবে বিশ্বকাপে নিজেদের সামর্থ্যের ছাপ রাখতে পারেনি পাকিস্তানের পেসাররা।
কাঁধের চোটে খেলা হয়নি নাসিমের। ১৪ উইকেট পেলেও এক বিশ্বকাপে সর্বোচ্চ রান খরচার অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েন রউফ। নতুন বলে বিশেষ পারদর্শিতার জন্য পরিচিত আফ্রিদি পাওয়ার প্লেতে থাকেন নিজের ছায়া হয়ে। ওভারপ্রতি ছয় ছুঁইছুঁই রান খরচায় তিনি ধরেন ১৮ শিকার। ওয়াসিম জুনিয়র ও হাসান আলিরাও বিশেষ কিছু করতে পারেননি।
ফাস্ট বোলারদের এমন পারফরম্যান্সের বিশ্বকাপে দল হিসেবেও ভালো করতে পারেনি পাকিস্তান। দুই জয়ে যাত্রা শুরুর পর টুর্নামেন্টে প্রথমবার তারা হারে টানা চার ম্যাচ। এরপর আরও দুই জয় পেলেও সেমি-ফাইনালের আগেই থেমে যায় ১৯৯২ আসরের চ্যাম্পিয়নদের যাত্রা।
বিশ্বকাপ শেষ করেই পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ইতি টানলেন মর্কেল। তার পদত্যাগের কোনো কারণ উল্লেখ করেনি পিসিবি। যথা সময়ে নতুন ফাস্ট বোলিং কোচের নাম ঘোষণা করার কথা জানিয়েছে তারা।
তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসে অস্ট্রেলিয়া যাবে পাকিস্তান। পার্থে প্রথম টেস্ট শুরু হবে ১৪ ডিসেম্বর। পরের দুই ম্যাচ মাঠে গড়াবে ২৬ ডিসেম্বর ও ৩ জানুয়ারি থেকে।