স্বপ্নের মতো ২০২৩ সাল কাটানো শরিফুল ইসলাম নতুন বছরের শুরুটাও করলেন দুর্দান্ত।
Published : 19 Jan 2024, 04:00 PM
শরিফুল ইসলামের অফ স্টাম্পের অনেক বাইরের ডেলিভারি দূর থেকে খেললেন মাহিদুল ইসলাম। বল উঠল আকাশে। ক্যাচের জন্য ছুটলেন শরিফুল নিজেই। তাকে থামালেন ইরফান শুক্কুর। নিরাপদে তিনি ক্যাচ নিতেই শরিফুলকে ঘিরে উল্লাসে মাতল দুর্দান্ত ঢাকা। তরুণ বাঁহাতি পেসারের প্রথম হ্যাটট্রিক বলে কথা!
বিপিএলের দশম আসরের উদ্বোধনী ম্যাচে হ্যাটট্রিকের দেখা পেলেন শরিফুল। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ইনিংসের শেষ তিন বলে তিনি ফেরালেন খুশদিল শাহ, রোস্টন চেইস ও মাহিদুলকে।
টুর্নামেন্টের ইতিহাসে হ্যাটট্রিক করা সপ্তম বোলার তিনি। বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে এই কীর্তি গড়লেন স্বপ্নের মতো ২০২৩ সাল কাটানো শরিফুল। কুমিল্লার বিপক্ষে হ্যাটট্রিক করা প্রথম বোলার ২২ বছর বয়সী এই পেসার।
২০২২ সালের আসরে বিপিএলে সবশেষ হ্যাটট্রিক করেন মৃত্যুঞ্জয় চৌধুরি। এই টুর্নামেন্টে হ্যাটট্রিক করা অন্য দুই বাংলাদেশি বোলার আল আমিন হোসেন ও আলিস আল ইসলাম। বিদেশিদের মধ্যে এই কীর্তি আছে মোহাম্মদ সামি, ওয়াহাব রিয়াজ ও আন্দ্রে রাসেলের।
শেষ ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে শরিফুলকে ছক্কা মারেন খুশদিল। পরের বলেই প্রতিশোধ নেন শরিফুল। স্লোয়ার ডেলিভারিতে আবারও বড় শটের চেষ্টা করেন বাঁহাতি ব্যাটসম্যান। টাইমিংয়ের গড়বড়ে থার্ড ম্যানে ক্যাচ দেন তিনি।
খাটো লেংথে করা পরের বল উড়িয়ে মারতে গিয়ে মিড অন ও লং অনের মাঝামাঝি ধরা পড়েন চেইস। সামনে লাফিয়ে দারুণ ক্যাচ নেন মোহাম্মদ নাঈম। হ্যাটট্রিক বলে ইরফানের হাতে ধরা পড়েন মাহিদুল।
সব মিলিয়ে এই সংস্করণে হ্যাটট্রিক করা সপ্তম বাংলাদেশি বোলার শরিফুল। দুটি হ্যাটট্রিক করা একমাত্র বোলার আল আমিন হোসেন। এছাড়া মৃত্যুঞ্জয় ও আলিসের বাইরে এই কীর্তি আছে মানিক খান, কামরুল ইসলাম ও আলাউদ্দিন বাবুর।
শরিফুলের হ্যাটট্রিকের দিন প্রায় দুই বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছেন ইমরুল কায়েস। ওপেনিংয়ে নেমে ৬ চার ও ২ ছক্কায় তিনি খেলেছেন ৫৬ বলে ৬৬ রানের ইনিংস। কুমিল্লার অধিনায়কত্ব হারানো বাঁহাতি ব্যাটসম্যানের বিপিএলে একাদশ পঞ্চাশ ছোঁয়া ইনিংস এটি।
ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে এর আগে তার সবশেষ ফিফটি ছিল ২০২২ সালের আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে, অপরাজিত ৮১ রান। বিপিএলে সেটিই তার সর্বোচ্চ ইনিংস। ওই ম্যাচের প্রায় দুই বছর ১৮ ইনিংস পর আবার ফিফটি করলেন ইমরুল।
ইমরুলের ফিফটির সৌজন্যে ৬ উইকেটে ১৪৩ রান করেছে কুমিল্লা। তাওহিদ হৃদয় খেলেছেন ১ চার ও ২ ছক্কায় ৪১ বলে ৪৭ রানের ইনিংস। দ্বিতীয় উইকেট জুটিতে দুজন যোগ করেছেন ১০৭ রান।
বিপিএলে হ্যাটট্রিক তালিকা
মোহাম্মদ সামি (দুরন্ত রাজশাহী) - প্রতিপক্ষ ঢাকা গ্ল্যাডিয়েটরস (২০১২)
আলআমিন হোসেন (বরিশাল বুলস) - প্রতিপক্ষ সিলেট সুপারস্টারস (২০১৫)
আলিস আল ইসলাম (ঢাকা ডায়নামাইটস) - প্রতিপক্ষ রংপুর রাইডার্স (২০১৯)
ওয়াহাব রিয়াজ (কুমিল্লা ভিক্টোরিয়ানস) - প্রতিপক্ষ খুলনা টাইটানস (২০১৯)
আন্দ্রে রাসেল (ঢাকা ডায়নামাইটস) - প্রতিপক্ষ চিটাগং ভাইকিং (২০১৯)
মৃত্যুঞ্জয় চৌধুরি (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) - প্রতিপক্ষ সিলেট সানরাইজার্স (২০২২)
শরিফুল ইসলাম (দুর্দান্ত ঢাকা) - প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স (২০২৪)
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশি বোলারদের হ্যাটট্রিক তালিকা
আলআমিন হোসেন (বিসিবি একাদশ) - প্রতিপক্ষ আবাহনী লিমিটেড (২০১৩)
আলআমিন হোসেন (বরিশাল বুলস) - প্রতিপক্ষ সিলেট সুপারস্টারস (২০১৫)
আলিস আল ইসলাম (ঢাকা ডায়নামাইটস) - প্রতিপক্ষ রংপুর রাইডার্স (২০১৯)
মানিক খান (প্রাইম দোলেশ্বর) - প্রতিপক্ষ বিকেএসপি (২০১৯)
কামরুল ইসলাম রাব্বি (ফরচুন বরিশাল) - প্রতিপক্ষ মিনিস্টার গ্রুপ রাজশাহী (২০২০)
আলাউদ্দিন বাবু (ব্রাদার্স ইউনিয়ন) - প্রতিপক্ষ লেজেন্ডস অব রুপগঞ্জ (২০২১)
মৃত্যুঞ্জয় চৌধুরি (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স)- প্রতিপক্ষ সিলেট সানরাইজার্স (২০২২)
শরিফুল ইসলাম (দুর্দান্ত ঢাকা) - প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স (২০২৪)