সিরিজ জয়ের পর ভারতকে ৩-০তে হারানোর লক্ষ্যে শনিবার মাঠে নামবেন লিটন দাস, মেহেদী হাসান মিরাজরা।
Published : 09 Dec 2022, 09:46 PM
‘সিরিজ জয় তো হয়ে গেছে। কাজ কি শেষ?’ প্রশ্ন শুনে যেন আকাশ থেকে পড়লেন শেন ম্যাকডারমট। বাংলাদেশের ফিল্ডিং কোচের ত্বরিত উত্তর, “কাজ শেষ বলে কিছু নেই!” একটু পর তিনি পরের কাজটির কথাও স্পষ্ট করেই বললেন, ভারতকে ৩-০তে হারিয়ে সিরিজ জয়ের আনন্দকে পরিপূর্ণ করতে চায় বাংলাদেশ, গড়তে চায় ইতিহাস।
৭ বছর আগে দেশের মাঠে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচ জয়ের পর শেষ ম্যাচ হেরে গিয়েছিল বাংলাদেশ। তবে সেবার সবকটি ম্যাচই হয়েছিল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। এবার শেষ ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। শনিবার ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর ১২টায়। ভিন্ন ভেন্যুতে এবার ভিন্ন কিছুর স্বপ্ন বাংলাদেশের।
এর আগে কেনিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, স্কটল্যান্ডের পাশাপাশি পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও নিউ জিল্যান্ডের মতো দলকেও হোয়াইটওয়াশ করার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। কিন্তু ভারতের বিপক্ষে এই স্বাদ পাওয়া যায়নি এখনও। এবার সুবর্ণ সুযোগ।
প্রথম দুই ম্যাচে হেরে যাওয়া ভারত শেষ ম্যাচে চোটের কারণে পাচ্ছে না নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে। তার বদলে নেতৃত্ব দেবন সহ-অধিনায়ক লোকেশ রাহুল। চোটের কারণে ছিটকে গেছেন পেসার দিপক চাহার ও কুলদিপ সেনও। দলে যুক্ত করা হয়েছে বাঁহাতি রিস্ট স্পিনার কুলদিপ যাদবকে।
এমনিতে সিরিজ জয় হয়ে গেলে নিয়ম রক্ষার ম্যাচে অনেক সময়ই একইরকম মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। একই অভিপ্রায়, একই ধরনের তাড়না থাকে না। সেই শঙ্কা এবারও আছে বাংলাদেশকে নিয়ে। তবে শেষ ম্যাচের আগের দিন শুক্রবার চট্টগ্রামে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে ম্যাকডারমট বললেন, ইতিহাস গড়ার হাতছানিতে রোমাঞ্চিত বাংলাদেশ দল।
“কাজ শেষ বলে কিছু নেই। কোনো আন্তর্জাতিক ম্যাচকেই আমরা হালকা করে নেই না। ভারতকে আমরা কখনোই ৩-০তে হারাইনি। আমাদের জন্য এটা বড় এক লক্ষ্য। যদি ৩-০তে জিততে নাও পারি, আমাদের চাওয়া থাকে যেন আমাদেরকে হারাতে প্রতিপক্ষের ঘাম ছুটে যায়।”
“(অক্টোবরে ত্রিদেশীয় সিরিজে) পাকিস্তান ও নিউ জিল্যান্ডকে হারানোর কাছাকাছি গিয়েছি আমরা, বিশ্বকাপে সেমি-ফাইনালে খেলার সম্ভাবনাও জাগিয়েছি। আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলেছি এবং বেশির ভাগ সময়ই চাপে থেকেছি। আমি জানি, সিরিজ জয়ের পর ছেলেদের দৃষ্টি আরেকটি জয়ে।”
বাংলাদেশের জন্য যা সম্ভাবনা, ভারতের জন্য সেটিই শঙ্কা। সিরিজের প্রথম ম্যাচে জয় মুঠোয় পেয়েও হারিয়ে ফেলেছে তারা। পরের ম্যাচে বাংলাদেশের টপ ও মিডল অর্ডার ধসিয়ে দিয়েও তারা শেষ পর্যন্ত জিতে পারেনি ম্যাচ। শেষ ম্যাচ তেমন কোনো ভুল করতে চায় না ভারতীয়রা।
যদিও শেষ ম্যাচ থেকে প্রাপ্তির খুব বেশি কিছু নেই তাদের জন্য। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ নয় বলে শেষ ম্যাচ জিতে পয়েন্ট অর্জনের কোনো ব্যাপারও নেই। তবে আগামী অক্টোবর-নভেম্বরে নিজ দেশে অনুষ্ঠেয় বিশ্বকাপে তাকিয়ে উন্নতির পথ ধরে এগিয়ে যেতে চান ভারতীয় অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর।
“প্রতিটি ম্যাচই সুযোগ উন্নতি করার এবং দল হিসেবে আরও ভালো করার। আগামী ১০ মাসে (বিশ্বকাপের আগে) খুব বেশি ম্যাচ নেই আমাদের। তাই প্রতিটি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং খুব ভালো ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই আমরা। আমাদের কাজ হলো, আমাদের সামর্থ্য অনুযায়ী খেলা এবং এই মানসিকতা নিয়েই আমরা মাঠে নামব, চেষ্টা করব প্রতিটি ম্যাচে উন্নতির।”
“আমরা উন্নতির চেষ্টা করে যাব এবং যে ধরনের ক্রিকেট খেলতে চাই, তা খেলতে সবটুকু উজাড় করে দেব। আমি নিশ্চিত যে দল হিসেবে আমরা উন্নতি করে যাব। অবশ্যই আমরা শেষ করব জিততে (শেষ ম্যাচ)। সুনির্দিষ্ট কিছু ব্যাপার মাঠে করতে চাই আমরা, প্রক্রিয়ায় অটল থাকতে চাই এবং নিশ্চিত করতে চাই যেন ম্যাচটা জিতে ওয়ানডে সিরিজ ভালোভাবে শেষ করতে পারি।”