চেন্নাই সুপার কিংসে আবারও সবকিছু আগের মতো উপভোগ করতে চান রাভিচান্দ্রান অশ্বিন।
Published : 17 Mar 2025, 08:16 PM
রাভিচান্দ্রান অশ্বিনের আইপিএলে অভিষেক চেন্নাই সুপার কিংসের জার্সিতে। টানা সাত মৌসুম দলটির হয়ে মাঠ মাতান তিনি। এরপর বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ঘুরে আবার পুরোনো ঠিকানায় ফিরেছেন চেন্নাইয়ের ‘ঘরের ছেলে।’ অভিজ্ঞ এই স্পিনার এজন্য কৃতজ্ঞতা জানিয়েছেন দলটির সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিকে।
গত ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিজবেন টেস্ট শেষে আচমকাই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন অশ্বিন। ১০৬ টেস্ট খেলে শেষ হয় তার ক্যারিয়ার।
একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে রোববার অশ্বিন জানান, গত বছরের মার্চে নিজের শততম টেস্ট দিয়েই বিদায় বলতে চেয়েছিলেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে ধারামসালায় হয় ম্যাচটি। কেন তার সেই চাওয়া পূরণ হয়নি, সেটাও তুলে ধরলেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার।
“আমার শততম টেস্টে এমএসকে (ধোনি) স্মারক উপহার দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। আমি চেয়েছিলাম, সেটিই হোক আমার শেষ টেস্ট। দুর্ভাগ্যবশত তিনি আসতে পারেননি, কিন্তু আমি ভাবিনি যে, আমাকে সিএসকেতে (চেন্নাই সুপার কিংস) ফিরিয়ে আনার উপহার দেবেন তিনি। এটা আরও বড় পাওয়া, তাই এমএসকে ধন্যবাদ।”
আইপিএলে ২০০৯ থেকে ২০১৫ পর্যন্ত চেন্নাইয়ের হয়ে খেলেন অশ্বিন। ২০১০ ও ২০১১ আসরে দলটির শিরোপা জয়ে রাখেন অবদান। এরপর পাঞ্জাব কিংস, রাইজিং পুনে সুপার জায়ান্টস, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস ঘুরে চেন্নাইয়ে ফিরলেন তিনি।
গত নভেম্বরের নিলামে ৯ কোটি ৭৫ লাখ রুপিতে তাকে দলে নেয় পাঁচবারের চ্যাম্পিয়নরা। এক দশক পর চেন্নাইয়ে ফিরে আগের মতোই সবকিছু উপভোগ করতে চান অশ্বিন।
“সব জায়গায় (অন্য ফ্র্যাঞ্চাইজি) ঘুরে বেড়াতে গিয়ে, এখানকার পরিবেশ কেমন, তা বুঝতে পেরে ভালো লাগে। অনেক কিছু শেখা যায়। অসাধারণ জায়গা। আমি অনেক বছর আগে যে মুহূর্তগুলো অনুভব করেছিলাম, সেগুলো উপভোগ করতে চাই।”