টি-টোয়েন্টি বিশ্বকাপ
সবসময় এক ধাপ এগিয়ে থাকতে নিয়মিত কাজ করে যেতে হবে বলে মনে করেন ওয়েস্ট ইন্ডিজের এই বাঁহাতি স্পিনার।
Published : 09 Jun 2024, 06:09 PM
ম্যাচের প্রথম বলে বিশাল টার্নে ব্যাটসম্যানকে পরাস্ত করলেন আকিল হোসেন। পরের বলেই তুলে নিলেন উইকেট। পরে আরও চারটি শিকার ধরে নাম লেখালেন রেকর্ডের পাতায়। দুর্দান্ত অর্জনের পর ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার বললেন, অনেক পরিশ্রমের ফসল এই সাফল্য। বিশেষ গুরুত্ব দিয়ে আরও জানালেন, অভিজ্ঞ সুনিল নারাইনের সঙ্গে বোলিং নিয়ে কাজ করার কথা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে রোববার উগান্ডার বিপক্ষে নিজের বোলিং স্কিল মেলে ধরেন আকিল। চার ওভারের টানা স্পেলে স্রেফ ১১ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। বিশ্বকাপে ক্যারিবিয়ান কোনো বোলারের প্রথম ৫ উইকেট এটি। ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে স্যামুয়েল বাদ্রির ১৫ রানে ৪ উইকেট ছিল আগের সেরা।
১৭৪ রানের পুঁজি নিয়ে আকিলের অসাধারণ বোলিংয়ে উগান্ডাকে ৩৯ রানে গুটিয়ে ১৩৪ রানের বড় জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও দলটির সবচেয়ে বড় জয় এটি।
প্রতিপক্ষকের এমন নাকাল করার পেছনে সবচেয়ে বেশি কাজে লেগেছে আকিলের বোলিংয়ের ড্রিফট স্কিল। উইকেটে স্পিনারদের জন্য সহায়তা থাকলেও বলে ড্রিফট করিয়ে বেশিরভাগ উইকেট নেন তিনি। ম্যাচ শেষে তিনি জানান, তার স্বদেশি নারাইনের সঙ্গে কাজ করে এই স্কিল রপ্ত করেছেন তিনি।
“আমি অনেক পরিশ্রম করছি। বিশ্বকাপে আসার আগে আমরা ক্যাম্প করেছি। সুনিল নারাইনের সঙ্গেও অনেক কাজ করেছি আমি। সে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু।”
“তাই, এটা স্রেফ ধারাবাহিকভাবে কাজ করে যাওয়ার ব্যাপার। এখানে নিজের কাজ দিয়ে কেউ সাফল্য পেতে শুরু করলে, আমরা জানি যে, খেলাটি এতটাই বিকশিত হয়েছে যে ব্যাটসম্যানরা আপনার সম্পর্কে জানতে শুরু করবে। তারা আপনাকে নিয়ে হোমওয়ার্ক করবে। তাই নিজেকে সবসময় এক ধাপ এগিয়ে রাখার চেষ্টা করতে হবে।”
ওয়েস্ট ইন্ডিজের পরের ম্যাচ আগামী বৃহস্পতিবার, নিউ জিল্যান্ডের বিপক্ষে।