জাতীয় ক্রিকেট লিগ
জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে রাজশাহীর বিপক্ষে সহজ জয় পেয়েছে রংপুর।
Published : 12 Nov 2024, 02:18 PM
প্রথম ইনিংসে চাপের মুখে দারুণ সেঞ্চুরি করলেন আরিফুল হক। পরে তিনি ঝলক দেখালেন বোলিংয়ে। অভিজ্ঞ অলরাউন্ডারের নৈপুণ্যে রাজশাহীর বিপক্ষে অনায়াস জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল রংপুর।
জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে রাজশাহীকে ১০১ রানে হারিয়েছে আকবর আলির নেতৃত্বাধীন দল। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে ২৬৩ রানের লক্ষ্যে ১৬১ রানের বেশি করতে পারেনি রাজশাহী।
রংপুরের এটি দ্বিতীয় জয়। এর সঙ্গে এক ড্রয়ে মোট ১৯ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের শীর্ষে তারা। অবশ্য বেশিক্ষণ এক নম্বরে নাও থাকতে পারে তারা। চতুর্থ রাউন্ডের ফলের ভিত্তিতে তাদের টপকে যেতে পারে সিলেট ও ঢাকা মেট্রো।
চার ম্যাচে এক জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে আপাতত পাঁচ নম্বরে রাজশাহী।
ম্যাচের শেষ দিন জয়ের জন্য স্রেফ ৪ উইকেট প্রয়োজন ছিল রংপুরের। বেশি সময় নেয়নি তারা। প্রথম সেশনেই ম্যাচ জিতে মাঠ ছাড়ে আকবর আলির দল।
দিনের দ্বিতীয় ওভারে এসএম মেহেরব হাসানকে ফেরান রবিউল হক। পরে অভিষিক্ত গোলাম কিবরিয়াকে নিয়ে ৭৬ রানের জুটি গড়েন অধিনায়ক সানজামুল ইসলাম।
চার বলের মধ্যে দুজনই ফেরেন ড্রেসিং রুমে। ১০ চার, ১ ছক্কায় ৬৫ বলে ৫৬ রান করেন কিবরিয়া। সানজামুলের ব্যাট থেকে আসে ৪৮ বলে ২৩ রান। এগারো নম্বরে নামা মোহর শেখ ১৩ বলে ১৯ রান করে পরাজয়ের ব্যবধান কিছুটা কমান।
রংপুরের হয়ে আরিফুল নেন ৩ উইকেট। প্রথম ইনিংসের সেঞ্চুরিতে তার হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার। এছাড়া রবিউল, আবু হাশিম, আব্দুল গাফফার সাকলাইন নেন ২টি করে উইকেট।
এই ম্যাচ দিয়ে প্রায় ১৯ বছরের প্রথম শ্রেণির ক্যারিয়ারের ইতি টেনেছেন ফরহাদ হোসেন। দীর্ঘ ক্যারিয়ারে ১৬১টি ম্যাচ খেলে ১৮ সেঞ্চুরি ও ৪৬ ফিফটিতে ৯ হাজার ৬৫ রান করেছেন রাজশাহীর অভিজ্ঞ ব্যাটসম্যান। ম্যাচ শেষে সতীর্থ ক্রিকেটারদের সাক্ষরিত জার্সি উপহার পান তিনি। এছাড়া বিসিবির পক্ষ থেকে দেওয়া হয় বিশেষ সম্মাননা স্মারক।
সংক্ষিপ্ত স্কোর
রংপুর ১ম ইনিংস: ১৮৯
রাজশাহী ১ম ইনিংস: ১৮৯
রংপুর ২য় ইনিংস: ২৬২
রাজশাহী ২য় ইনিংস: (লক্ষ্য ২৬৩) ৪১.৪ ওভারে ১৬১ (আগের দিন ৬২/৬) (মেহেরব ৯, কিবরিয়া ৫৬, সানজামুল ২৩, আলি ২*, মোহর ১৯; রবিউল ১০-১-৩৫-২, গাফফার ১১-৫-৩৩-২, রিজওয়ান ৪-০-২৫-০, মামুন ৭-২-২৬-১, আরিফুল ৭-১-১৬-৩, হাশিম ২.৪-১-১৭-২)
ফল: রংপুর ১০১ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: আরিফুল হক