আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
গত জুনের পর আফগানিস্তানের হয়ে আর মাঠে নামা হয়নি টপ অর্ডার এই ব্যাটসম্যানের।
Published : 12 Jan 2025, 08:35 PM
অনেক দিন ধরে জাতীয় দলের বাইরে থাকা ইব্রাহিম জাদরানকে ফিরিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল সাজিয়েছে আফগানিস্তান। বৈশ্বিক টুর্নামেন্টের দলে জায়গা হয়নি রহস্য স্পিনার মুজিব-উর-রহমানের।
প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে আফগানিস্তান। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় টুর্নামেন্টের জন্য রোববার ১৫ সদস্যের দল দেয় তারা।
গত বছরের জুনে আফগানিস্তানের জার্সিতে সবশেষ মাঠে নামেন ইব্রাহিম, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে। জাতীয় দলের হয়ে ৩৩ ওয়ানডের সবশেষটি খেলেন তিনি গত মার্চে। এই সংস্করণে ৫ সেঞ্চুরিতে ১ হাজার ৪৪০ রান করেছেন তিনি।
অ্যাঙ্কেলের চোট কাটিয়ে গত জুলাইয়েই মাঠে ফেরেন ২৩ বছর বয়সী ইব্রাহিম। কিন্তু তাকে সবশেষ কয়েকটি সিরিজে দলে রাখেনি আফগানিস্তান। এবার ডানহাতি ব্যাটসম্যানকে ফেরাল তারা। এখন তিনি খুলনা টাইগার্সের হয়ে খেলছেন বিপিএলে।
জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজের দলে ছিলেন মুজিব। কিন্তু তাকে খেলায়নি আফগানিস্তান। এবার দলেই জায়গা হলো না তার। ২০২৩ সালের নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপে এই সংস্করণে সবশেষ ম্যাচ খেলেন তিনি।
হাশমাতউল্লাহ শাহিদির নেতৃত্বাধীন দলে ডাক পেয়েছেন নুর আহমাদও। প্রায় এক বছর ধরে ওয়ানডে দলের বাইরে তিনি। এই সংস্করণে সবশেষ মাঠে নামেন গত মার্চে, আয়ারল্যান্ডের বিপক্ষে। ১০ ওয়ানডে খেলে বাঁহাতি এই রিস্ট স্পিনারের শিকার ৯ উইকেট।
রিজার্ভ হিসেবে দারভিশ রাসুলি, নানগেয়ালিয়া খারোটে ও বিলাল সামিকে রেখেছে আফগানিস্তান। তিনজনই জিম্বাবুয়ে সফরের দলে ছিলেন।
আগামী ২১ ফেব্রুয়ারি করাচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু আফগানিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির পথচলা। গ্রুপ পর্বে তাদের পরের দুই ম্যাচ ২৬ ও ২৮ ফেব্রুয়ারি, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে লাহোরে।
চ্যাম্পিয়ন্স ট্রফির আফগানিস্তান দল: হাশমাতউল্লাহ শাহিদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ আতাল, রেহমাত শাহ, ইকরাম আলিখিল, গুলবাদিন নাইব, আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মদ নাবি, রাশিদ খান, এএম গাজানফার, নুর আহমাদ, ফাজালহাক ফারুকি, ফারিদ মালিক, নাভিদ জাদরান।
রিজার্ভ: দারভিশ রাসুলি, নানগেয়ালিয়া খারোটে, বিলাল সামি