তরুণ এই বিস্ফোরক ব্যাটসম্যানকে খুব তাড়াতাড়ি টেস্ট ক্রিকেটেও দেখা যাবে বলে মনে করেন সাবেক ভারতীয় স্পিনার হারভাজান সিং।
Published : 04 Feb 2025, 05:35 PM
ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টিতে খুনে ব্যাটিংয়ে সেঞ্চুরি করার পর থেকে সতীর্থ, সাবেক ক্রিকেটার, ক্রিকেট বিশেষজ্ঞ, এমনকি প্রতিপক্ষেরও প্রশংসায় ভাসছেন আভিশেক শার্মা। তার ব্যাটিংয়ের ধরন দেখে ক্রিস গেইল, অ্যারন ফিঞ্চ, এবি ডি ভিলিয়ার্সের কথা মনে পড়ছে ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাককালামের। সাবেক ভারতীয় স্পিনার হারভাজান সিংয়ের বিশ্বাস, বিস্ফোরক ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটেও প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে পারেন আভিশেক, যেমনটা ছিলেন ভিরেন্দার শেবাগ, ভিভ রিচার্ডস।
মুম্বাইয়ে গত রোববার সিরিজের শেষ টি-টোয়েন্টিতে পাওয়ার-হিটিং দক্ষতার প্রদর্শনী মেলে ধরে ১৩ ছক্কা ও ৭ চারে ৫৪ বলে ১৩৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন আভিশেক। এই সংস্করণে ভারতের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এটি। তার ১৩ ছক্কাও ভারতের রেকর্ড।
২৪ বছর বয়সী বাঁহাতি ওপেনার সেঞ্চুরি পূর্ণ করেন ৩৭ বলে। ভারতের হয়ে যা দ্বিতীয় দ্রুততম, পূর্ণ সদস্য দুটি দলের মধ্যে ম্যাচেও দ্বিতীয় দ্রুততম। এই সংস্করণে ভারতের হয়ে ১৭ ম্যাচে তার দ্বিতীয় সেঞ্চুরি এটি। অভিষেকে শূন্য রানে ফেরার পর দ্বিতীয় ম্যাচেই তিনি সেঞ্চুরি করেছিলেন ৪৬ বলে।
এখন পর্যন্ত ১৬ ইনিংসে ৫৩৫ রান করেছেন তিনি ১৯৩.৮৪ স্ট্রাইক রেটে। সেঞ্চুরি ও ফিফটি সমান ২টি করে।
নিজের ইউটিউব চ্যানেলে আলাপচারিতায় হারভাজান বললেন, টেস্ট ক্রিকেটেও আভিশেকের ছাপ রাখা কেবল সময়ের ব্যাপার।
“হয়তো তাকে টেস্ট দলেও দেখতে পাব আমরা। এই ফরম্যাটেও সে বিধ্বংসী ব্যাটিং করতে পারে। সে পাঞ্জাবের অধিনায়ক (রাঞ্জি ট্রফিতে)।”
“নিজের দিনে, সে প্রতিপক্ষের মুঠো থেকে ম্যাচ বের করে নিতে পারে। এই কাজটা করে ট্রাভিস হেড, কাজটা করত ভিরেন্দার শেবাগ, ভিভ রিচার্ডস। এই ধরনের খেলোয়াড়রাই খেলাটিকে এগিয়ে নিয়ে যায়। শিগগিরই টেস্ট ক্রিকেটে তার সুযোগ আসবে। টেস্ট ক্রিকেটে সবসময় শেবাগের মতো একজন খেলোয়াড়ের প্রয়োজন হয়, যে মাঠে নামে, বিধ্বংসী ব্যাটিং করে এবং ম্যাচটা মুঠোয় নেয়। আর সেটা হতে পারে আভিশেক শার্মা।”
রিচার্ডস সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন। ক্যারিবিয়ান তারকা আনন্দদায়ী ও আগ্রাসী ব্যাটিংয়ে মাঠ মাতিয়েছেন প্রায় দেড় যুগ। আগ্রাসী ব্যাটিংয়ের জন্য আলাদা পরিচিতি ছিল সাবেক ভারতীয় ওপেনার শেবাগেরও। বর্তমান সময়ে কাজটা করেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান হেড।
আভিশেক এখন পর্যন্ত প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ২৪টি। ৩০.৬০ গড়ে পাঁচটি ফিফটি ও একটি সেঞ্চুরিতে করেছেন এক হাজার ৭১ রান। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৬১ ম্যাচে ৩৫.৩৩ গড় ও ৯৯.২১ স্ট্রাইক রেটে তার রান ২ হাজার ১৪। সেঞ্চুরি আছে ৪টি।
কুড়ি ওভারের ক্রিকেটে সব মিলিয়ে ১৩২ ম্যাচে ১৬৩.৪৮ স্ট্রাইক রেটে তার রান ৩ হাজার ৫৯৫। সেঞ্চুরি আছে ৬টি, ফিফটি ২০টি।