পাকিস্তান ক্রিকেট
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর জাতীয় দলে ডাক পাননি অভিজ্ঞ এই অলরাউন্ডার।
Published : 13 Dec 2024, 06:17 PM
আরও একবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন অভিজ্ঞ অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর পাকিস্তান দলে ডাক পাননি তিনি।
৩৫ বছর বয়সী ক্রিকেটার অবশ্য ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন।
গত বছর একবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন ইমাদ। এরপর পাকিস্তান সুপার লিগে দারুণভাবে নিজেকে মেলে ধরেন তিনি, শেষ পর্যন্ত শিরোপা জেতা ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে তিনটি প্লে-অফে জেতেন ম্যাচ সেরার পুরস্কার। পিসিবি অফিসিয়ালদের সঙ্গে আলোচনার পর তিনি ফেরেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে।
তবে, ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপ একদমই ভালো কাটেনি পাকিস্তানের। ব্যর্থ হয় তারা সুপার এইটে জায়গা করে নিতে। এরপর আর দলে ডাক পাননি ইমাদ।
সামাজিক মাধ্যমে শুক্রবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান ইমাদ।
“অনেক চিন্তা ভাবনার পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। বিশ্ব মঞ্চে পাকিস্তানের প্রতিনিধিত্ব করা আমার জন্য ছিল সর্বোচ্চ সম্মানের। সবুজ জার্সি পড়ার প্রতিটি মুহূর্ত অবিস্মরণীয়।”
“এই অধ্যায় শেষ হওয়ায়, আমি ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এগিয়ে চলার দিকে তাকিয়ে আছি। আশা করি, সবাইকে আামি নতুন উপায়ে বিনোদন দিয়ে যাব।”