চ্যাম্পিয়ন্স ট্রফি
পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ জয় চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দলকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে বলে মনে করেন নিউ জিল্যান্ডের সাবেক পেসার।
Published : 16 Feb 2025, 08:34 PM
অভিজ্ঞ ও তরুণদের মিশেলে নিউ জিল্যান্ড দলটাকে বেশ ভারসাম্যপূর্ণ মনে হচ্ছে টিম সাউদির। পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ জয় চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দলকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে বলে মনে করেন তিনি। নিউ জিল্যান্ডের সাবেক এই পেসারের বিশ্বাস, দীর্ঘ খরা কাটিয়ে এবার আইসিসি টুর্নামেন্টটির ট্রফি জিতবেন তার উত্তরসূরিরা।
করাচিতে গত শুক্রবার ফাইনালে পাকিস্তানকে হারিয়ে অপরাজিত থেকে ত্রিদেশীয় সিরিজের ট্রফি জিতে নেয় নিউ জিল্যান্ড। সিরিজে দক্ষিণ আফ্রিকাকে একবার ও পাকিস্তানকে দুবার হারায় মিচেল স্যান্টনারের নেতৃত্বাধীন দল।
কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেলের মতো অভিজ্ঞদের পাশাপাশি উইল ও’রোকের মতো তরুণরা যেভাবে ত্রিদেশীয় সিরিজে পারফর্ম করেছেন, তাতে মুগ্ধ সাউদি। গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো পেসার আইসিসির সঙ্গে আলাপে বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিউইদের ভালো কিছুর সম্ভাবনাই দেখছেন তিনি।
“দল যেভাবে খেলেছে, বিভিন্ন খেলোয়াড় দায়িত্ব নিয়ে এগিয়ে এসেছে। অভিজ্ঞ ও সম্ভাবনাময় তরুণ খেলোয়াড়ের মিশেলে দলটা বেশ ভালো। ত্রিদেশীয় সিরিজের অভিজ্ঞতা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভালো কাজে লাগবে তাদের। তাই টুর্নামেন্টে কিছুটা মোমেন্টাম বয়ে আনা ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া… ভালো কিছু হতে চলেছে।"
২০০০ সালে কেনিয়ার নাইরোবিতে ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি (তখন নাম ছিল আইসিসি নকআউট ট্রফি) জিতেছিল নিউ জিল্যান্ড। এবার সেটির পুনরাবৃত্তির আশায় আছেন সাউদি।
“যদি আইসিসি ইভেন্টগুলোতে নিউ জিল্যান্ডের রেকর্ড দেখেন, তারা সবসময় সেখানে (ফাইনালে) বা তার কাছাকাছি থাকে। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো টুর্নামেন্টে যেকোনো কিছু ঘটতে পারে। ব্ল্যাকক্যাপসদের সেখানে দেখতে চাই আমি এবং আশা করি, সবশেষে ট্রফি উঁচিয়ে ধরবে তারা।”
করাচিতে বুধবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে নিউ জিল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান।