টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে তাসমানিয়া টাইগার্সের বিপক্ষে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ এইচপি দল।
Published : 12 Aug 2024, 07:44 PM
লং অনে সামনে ঝাঁপিয়েও ক্যাচ নিতে পারলেন না পারভেজ হোসেন। স্ট্রাইক ফিরে পেলেন জেইক ডোরান। রকিবুল হাসানের পরের বল ছক্কায় উড়িয়ে ম্যাচ শেষ করে দিলেন তাসমানিয়া টাইগার্সের বাঁহাতি ব্যাটসম্যান।
টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে হারল বাংলাদেশ এইচপি দল। ডারউইনের টিআইও স্টেডিয়ামে ১৬৮ রানের লক্ষ্য ৩ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে তাসমানিয়া।
বাংলাদেশ এইচপি দলকে একরকম একাই হারিয়ে দেন ডোরান৷ পাঁচ নম্বরে নেমে মাত্র ৩৭ বলে ৭১ রান করেন তিনি। ৪ চার ও ৩ ছক্কার ইনিংস খেলেন হন ম্যাচ সেরা।
ডোরান ছাড়া দুই দলের কেউই ৪০ রান করতে পারেননি।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৯ রানের অপরাজিত ইনিংস খেলেন আগের ম্যাচে ফিফটি করা পারভেজ হোসেন। জিসান আলমের ব্যাট থেকে আসে ৩৮ রান।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ঝড় তোলেন জিসান। অন্য প্রান্তে তেমন ছন্দ পাচ্ছিলেন না তানজিদ। জিসানের সৌজন্যে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে আসে ৫৬ রান।
নবম ওভারে দলীয় ৭৩ রানে পরপর ফেরেন দুই ওপেনার। তৃতীয় বলে চার্লি ওয়াকিমের সরাসরি থ্রোয়ে বিদায়ঘণ্টা বাজে ২৯ বলে ২৮ রান করা তানজিদের। পরের বলে মিড অনে ক্যাচ দেন জিসান৷ ২৩ বলের ইনিংসে ২ চারের পাশাপাশি ৩টি ছক্কা মারেন তিনি।
এরপর আর তেমন জুটি গড়ে ওঠেনি৷ একপ্রান্ত ধরে রেখে ২৯ বলের ইনিংসে দুইটি করে চার-ছক্কা মারেন পারভেজ৷ আকবর আলি করেন ১৭ বলে ২০ রান।
রান তাড়ায় তাসমানিয়ার শুরুটা তেমন ভালো ছিল না। দ্বিতীয় ওভারে টিম ওয়ার্ডকে ফেরান আলিস আল ইসলাম। পাওয়ার প্লের শেষ ওভারে নিভেথান রাধাকৃশানের উইকেট নেন রকিবুল হাসান।
দলের পঞ্চাশ পূর্ণ হতেই ড্রেসিং রুমের পথ ধরেন ২৩ বলে ৩০ রান করা নিক ডেভিস৷ এরপর ব্যাটিংয়ে নেমে পাল্টা আক্রমণের পথ ধরেন ডোরান। ওয়াকিমের সঙ্গে চতুর্থ উইকেটে তিনি গড়েন ৪১ বলে ৬৬ রানের জুটি।
একটি করে চার-ছক্কায় ২৬ বলে ২৫ রান করে আউট হন ওয়াকিম। তবে দমে যাননি ডোরান। শেষ দিকে জমে ওঠা ম্যাচে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন তিনি।
একই মাঠে বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় অ্যাডিলেইড স্ট্রাইকার্সের মুখোমুখি হবে এইচপি।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ এইচপি: ২০ ওভারে ১৬৬/৫ (জিসান ৩৮, তানজিদ ২৮, পারভেজ ৩৯*, আফিফ ১০, আকবর ২০, শামীম ১৩, আবু হায়দার ৬*; বেল ৪-০-২৫-২, ম্যাকমিলান ৪-০-৩৫-০, এলিয়ট ৪-১-২৭-১, মন্টোগোমেরি ৪-০-৩৮-০, রাধাকৃষান ২-০-১০-১, স্কট ২-০-২৩-০)
তাসমানিয়া টাইগার্স: ১৯.৩ ওভারে ১৬৭/৫ (বেল ৩০, ওয়ার্ড ৬, রাধাকৃষান ৫, ওয়াকিম ২৪, ডোরান ৭১*, প্রেস্টউইজ ৯, ম্যাকমিলাম ১৭*; রিপন ৪-০-২৮-০, রকিবুল ৩.৩-০-২৫-২ পারভেজ ৪-০-৪১-১, আবু হায়দার ৪-০-৩০-১, মাহফুজুর ৩-০-২৫-১, আফিফ ১-০-১৪-০)
ফল: তাসমানিয়া টাইগার্স ৫ উইকেট
ম্যান অব দা ম্যাচ: জেইক ডোরান