আইপিএলে নিজেকে উজাড় করে দিয়ে খেললেও জাতীয় দলে নিবেদন কম থাকে- মুস্তাফিজুর রহমানকে নিয়ে এমন অভিযোগ মানতে নারাজ বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
Published : 16 Apr 2024, 05:19 PM
আইপিএলের শুরু থেকে এবার দারুণ ছন্দে মুস্তাফিজুর রহমান। সবশেষ ম্যাচে খরুচে বোলিং করলেও উইকেটের তালিকায় এখনও ওপরের দিকে তার নাম। বাংলাদেশ দলের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে তার পারফরম্যান্স ছিল হতাশাময়। কিন্তু ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তিনি দারুণ উজ্জ্বল। জাতীয় দলে তার নিবেদনকে ঘিরে অপ্রীতিকর কিছু প্রশ্নও তাই উঠছে। তবে সেসব প্রশ্ন উড়িয়ে দিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটি একদমই ভালো যায়নি মুস্তাফিজের। ৯১ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবারের মতো টানা তিন ম্যাচে ৪০ বা এর বেশি রান খরচ করেছেন তিনি। দেদার রান বিলিয়ে উইকেট নিতে পেরেছিলেন স্রেফ দুটি।
জাতীয় দলের সিরিজ শেষ হওয়ার পরপরই আইপিএলে নতুন দলের হয়ে তিনি আবির্ভুত হন ভিন্ন চেহারায়। চেন্নাইয়ের জার্সিতে প্রথম খেলতে নেমে প্রথম ম্যাচেই তিনি নেন ২৯ রানে ৪ উইকেট। আইপিএলে নিজের সেরা বোলিং করে প্রায় ৮ বছর পর জেতেন ম্যাচ সেরার পুরস্কার। পরের ৪ ম্যাচে দেখা পান আরও ৬ উইকেটের।
মুস্তাফিজের ছন্দে ফেরা নিশ্চিতভাবেই বাংলাদেশ দলের জন্যও স্বস্তির। একইসঙ্গে উঠছে প্রশ্ন, আইপিএলে দুর্দান্ত বোলিং করা পেসার জাতীয় দলের জার্সিতে কেন বিবর্ণ? এখানে অধিনায়কের ভূমিকা কিংবা মুস্তাফিজের নিবেদনের কোনো পার্থক্য আছে কি না, সেটিও জানতে চাওয়া হয় শান্তর কাছে।
এক্স সিরামিকসের চিফ ব্র্যান্ড অফিসার হিসেবে পথচলা শুরুর অনুষ্ঠানে মঙ্গলবার এই প্রশ্নের মুখে পড়েন শান্ত। সেখানে দীর্ঘদিনের সতীর্থের হয়েই ব্যাট ধরেন বাংলাদেশ অধিনায়ক।
“আমি যেটা বলতে চাই, যখন মুস্তাফিজ বাংলাদেশের হয়ে খেলে, তখন ওর আগ্রহটা আরও বেশি থাকে। ওটা (আইপিএল) তো বাইরের একটা লিগ খেলছে। অবশ্যই ওখানে ওর নিবেদন আছে। তার নিবেদন ওখানে দেখায়। ও যখন বাংলাদেশ দলের হয়ে খেলে, প্রত্যেকটা বল যখন ও করে, তখন চিন্তা করে যে দেশের বা দলের কীভাবে উপকার হয়।”
“এই জিনিসটা (বাংলাদেশের হয়ে খেলার সময় নিবেদন কম থাকে) অনেকেই বলছে বা মনে করে। তবে আমি পরিষ্কারভাবে বলতে পারি, কয়েকটা ম্যাচ কাছ থেকে দেখলাম যখন অধিনায়কত্ব করলাম, ও প্রত্যেকটা বল অনেক গুরুত্ব দিয়ে করে এবং কীভাবে ওর দলের উপকার হবে সেটা চিন্তা করেই করে। ওর নিবেদনে কোনও ঘাটতি নেই... এমন না যে বাংলাদেশ দলে আমি একটু রিল্যাক্সডভাবে খেলছি।”
এবারের আইপিএলে পাঁচ ম্যাচ খেলে ১০ উইকেট নিয়ে এখন দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি মুস্তাফিজ। এক ম্যাচ বেশি খেলে এক উইকেট বেশি নিয়ে সবার ওপরে ভারতীয় লেগ স্পিনার ইউজবেন্দ্রা সিং।
বাংলাদেশের হয়ে সবশেষ পাঁচ টি-টোয়েন্টিতে মুস্তাফিজের উইকেট দুটি।
প্রাথমিকভাবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আইপিএলে থাকার কথা ছিল মুস্তাফিজের। পরে তার দল চেন্নাই সুপার কিংসের অনুরোধে ছুটি বাড়ানো হয়েছে আরেকদিন। তাতে একটি ম্যাচ বেশি খেলার সুযোগ থাকছে তার। আগামী মাসের জিম্বাবুয়ের সিরিজের আগেই দেশে ফেরার কথা তার।