দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা সিরিজ
অনেক রেকর্ড-কীর্তির দ্বিতীয় দিন শেষে ৭ উইকেট হাতে নিয়ে ২৮১ রানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা।
Published : 28 Nov 2024, 10:50 PM
বৃষ্টিতে প্রথম দিনের লম্বা সময় ভেসে যাওয়ার পরও দুই দিনেই ডারবান টেস্টে মহাবিপদে পড়ে গেছে শ্রীলঙ্কা। বিভীষিকাময় এক সেশনে নিদারুণ ব্যাটিং ব্যর্থতায় কক্ষপথ থেকে অনেক দূরে সরে গেছে তারা। মার্কো ইয়ানসেনের ক্যারিয়ার সেরা বোলিং, অনেক রেকর্ড আর কীর্তিতে ভরা দিন শেষে লাগাম পুরোপুরি মুঠোয় নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
কিংসমেডে বৃহস্পতিবার দেখা গেছে তিন ইনিংস! ১৯ উইকেট পতনের দিনে বড় লিড নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
দ্বিতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার রান ৩ উইকেটে ১৩২। ট্রিস্টান স্টাবস ১৭ ও অধিনায়ক টেম্বা বাভুমা ২৪ রানে ব্যাট করছেন।
শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে তাদের সর্বনিম্ন রানে আটকানো স্বাগতিকরা এগিয়ে গেছে ২৮১ রানে।
দল হিসেবে ভুলে যাওয়ার মতো দিনেও সফরকারীদের একজনের হাতে ধরা দিয়েছে দারুণ অর্জন। ১৭ টেস্টে একশ উইকেট নিয়েছেন প্রাবাধ জায়াসুরিয়া। গড়েছেন বাঁহাতি বোলারদের মধ্যে দ্রুততম একশ উইকেটের রেকর্ড। তার চেয়ে কম ম্যাচে একশ উইকেট টেস্টর সুদীর্ঘ ইতিহাসে নিতে পেরেছেন কেবল একজন।
তার প্রাপ্তির দিনে ১২০ বছর পুরোনো এক কীর্তি স্পর্শ করেছেন ইয়ানসেন। দক্ষিণ আফ্রিকার এই পেসার ৬.৫ ওভারে ১৩ রান দিয়ে নেন ৭ উইকেট। টেস্টে তার চেয়ে কম বলে আর কেউ নিতে পারেননি ৭ উইকেট। তার সমান ৪১ বলে ৭ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার হিউ ট্রাম্বল, মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে ১৯০৪ সালে।
শেষটা ভীষণ হতাশার হলেও শুরুটা শ্রীলঙ্কার জন্য ছিল আশা জাগানিয়া। ৪ উইকেটে ৮০ রান নিয়ে দিন শুরু করা দক্ষিণ আফ্রিকা ১১৭ রানে হারিয়ে ফেলে ৭ উইকেট।
কোনো রান যোগ না করেই ফেরেন কাইল ভেরেইনা। বিপদ বাড়িয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন ভিয়ান মুল্ডার, পরে অবশ্য ব্যাটিংয়ে ফেরেন তিনি।
ইয়ানসেন ও জেরাল্ড কুটসিয়া বিদায় নেন দ্রুত।
এরপর শুরু হয় লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে বাভুমার লড়াই। ১১৭ বলে ৯ চার ও ১ ছক্কায় ৭০ রানের ইনিংসে তিনি দলকে নিয়ে যান দুইশর কাছে।
৩৫ বলে ২৪ রান করেন কেশাভ মহারাজ। কাগিসো রাবাদা ২৩ বলে করেন ১৫ রান।
শ্রীলঙ্কার হয়ে আসিফা ফার্নান্দো ও লাহিরু কুমারা নেন তিনটি করে উইকেট।
জবাব দিতে নেমে শুরু থেকে নিয়মিত উইকেট হারিয়ে কেবল ১৩.৫ ওভারেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার প্রথম ইনিংস! টেস্টে এর চেয়ে কম ওভার স্থায়ী হয়েছে আর কেবল একটি ইনিংস।
কেবল ৪২ রান করতে পারে শ্রীলঙ্কা। টেস্টে এটাই তাদের ইতিহাসের সর্বনিম্ন দলীয় ইনিংস।
ইয়ানসেন, কুটসিয়াদের তোপের মুখে পাঁচ ব্যাটসম্যান ফেরেন শূন্য রানে। এর বাইরে আরও চারজন যেতে পারেননি দুই অঙ্কে।
সর্বোচ্চ ১৩ রান করেন কামিন্দু মেন্ডিস। ১০ রানে অপরাজিত থাকেন লাহিরু কুমারা।
কিংসমেডে এটাই সর্বনিম্ন রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনো দলেরও সর্বনিম্ন।
১৪৯ রানের লিড পাওয়া দক্ষিণ আফ্রিকা ভালো শুরু পায় এইডেন মার্করাম ও টনি ডি জর্জির ব্যাটে। দুই জনে ১১.৫ ওভারে গড়েন ৪৭ রানের জুটি।
জয়াসুরিয়াকে স্লগ করে ছক্কায় ওড়ানোর চেষ্টায় ডি জর্জি আউট হলে ভাঙে শুরুর জুটি। এই বাঁহাতি স্পিনারের এটা শততম টেস্ট উইকেট।
তিনে নেমে মুল্ডার করেন ১৫ রান। পঞ্চাশ ছোঁয়ার আগেই মার্করামকে বিদায় করেন ভিশ্ব ফার্নান্দো। সেটাই লঙ্কানদের দিনের শেষ সাফল্য।
বাকি সময়টায় কোনো ক্ষতি হতে দেননি বাভুমা ও স্টাবস। এরই মধ্যে গড়া ৪৩ রানের জুটিতে আরও লিডের পথে এগিয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: (আগের দিন ৮০/৪) ৪৯.৪ ওভারে ১৯১ (বাভুমা ৭০; ভেরেইনা ৯, মুল্ডার ৯*, ইয়ানসেন ১৩, কুটসিয়া ১, মহারাজ ২৪, রাবাদা ১৫; আসিথা ১৪.৪-৩-৪৪-৩, ভিশ্ব ১৫-২-৩৫-২, ম্যাথিউস ২-২-০-০, কুমারা ১২-১-৭০-৩, জয়াসুরিয়া ৫-১-২৪-২, ধনাঞ্জয়া ১-০-১১-০)
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১৩.৫ ওভারে ৪২ (নিসানকা ৩, করুনারত্নে ২, চান্দিমাল ০, ম্যাথিউস ১, কামিন্দু ১৩, ধনাঞ্জয়া ৭, কুসাল মেন্ডিস ০, জয়াসুরিয়া ০, ভিশ্ব ০, কুমারা ১০*, আসিথা ০; রাবাদা ৪-১-১০-১, ইয়ানসেন ৬.৫-১-১৩-৭, কুটসিয়া ৩-০-১৮-২)
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ৪০ ওভারে ১৩২/৩ (ডি জর্জি ১৭, মার্করাম ৪৭, মুল্ডার ১৫, স্টাবস ১৭*, বাভুমা ২৪*; আসিথা ৮-১-২৫-০, ভিশ্ব ১০-১-৩৩-১, কুমারা ৭-৩-১৪-০, জয়াসুরিয়া ১৫-১-৪৮-২)