ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজ
পিঠের চোটের কারণে অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার সিরিজে খেলা নিয়েও উঁকি দিচ্ছে অনিশ্চয়তা।
Published : 27 Sep 2024, 10:31 PM
পিঠের চোটে ভুগছেন ক্যামেরন গ্রিন। ইংল্যান্ড সফরে ওয়ানডে সিরিজের বাকি অংশে এই পেস বোলিং অলরাউন্ডারকে পাবে না অস্ট্রেলিয়া।
গ্রিনের ইংল্যান্ড সফর শেষ হয়ে যাওয়ার কথা শুক্রবার জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। পার্থে পৌঁছানোর পর তার চোটের অবস্থা মূল্যায়ন করা হবে।
ঘরের মাঠে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে গ্রিনের খেলা নিয়েও জেগেছে শঙ্কা। পাঁচ ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট শুরু আগামী ২২ নভেম্বর।
ইংল্যান্ডের বিপক্ষে গত মঙ্গলবার তৃতীয় ওয়ানডেতে খেলেছিলেন গ্রিন। ওই ম্যাচে ৪৫ রানে ২ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও ৪৫ রান করেন তিনি। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ৪৬ রানে হেরে যায় সফরকারীরা।
ওই ম্যাচে একের পর এক শর্ট বল করেন গ্রিন। ম্যাচের পর পিঠে অস্বস্তি অনুভব করার কথা জানান তিনি। প্রাথমিক পরীক্ষায় তার পিঠে চোট ধরা পড়ে। ভারত সিরিজকে সামনে রেখে তাকে দ্রুত দেশে পাঠানোর সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া।
লর্ডসে শুক্রবারের চতুর্থ ওয়ানডেতে নেই তিনি। ব্রিস্টলে পাঁচ ম্যাচ সিরিজে শেষ ওয়ানডে আগামী রোববার।