টেস্ট চ্যাম্পিয়নশিপ
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দুই মাস আগে অধিনায়কের চোট প্রোটিয়াদের জন্য বড় দুশ্চিন্তার কারণ।
Published : 10 Apr 2025, 03:56 PM
কনুইয়ের চোট যেন পিছু ছাড়ছে না টেম্বা বাভুমার। আরও একবার এই সমস্যায় পড়েছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দুই মাস আগে তার এই চোট প্রোটিয়াদের জন্য বড় দুশ্চিন্তার কারণ।
ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট সিএসএ ফোর-ডে সিরিজ ডিভিশন-১ এর ফাইনালে খেলার কথা ছিল বাভুমার। জোহানেসবার্গে বৃহস্পতিবার শুরু হয় লায়ন্স ও টাইটান্সের শিরোপার লড়াই।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, জোহানেসবার্গে মঙ্গলবার লায়ন্স দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল বাভুমার। কিন্তু কেপ টাউন থেকে সেখানে যাননি তিনি। পরে বুধবার লায়ন্স জানতে পারে, কনুইয়ের চোটের কারণে ফাইনাল ম্যাচটি খেলতে পারবেন না এই ক্রিকেটার।
কোন কনুইয়ে চোট পেয়েছেন বাভুমা কিংবা চোট কতটা গুরুতর, লায়ন্সকে এসব বিষয়ে জানানো হয়নি।
২০২২ সালে বাঁ হাতের কনুইয়ে চিড় ধরা পড়েছিল বাভুমার। যার ফলে তিন মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। তাতে ওই বছরের ইংল্যান্ড সফরে খেলতে পারেননি তিনি।
একই কনুইয়ে গত বছর অক্টোবরে আবারও চোট পান বাভুমা। আবু ধাবিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচে দৌড়ে রান নেওয়ার সময় বেকায়দায় পড়ে যান তিনি। পরে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়েন অভিজ্ঞ ব্যাটসম্যান।
ওই চোট কাটিয়ে লাল-বলের ক্রিকেটে কোনো ম্যাচ অনুশীলন ছাড়াই ঘরোয়া মৌসুম শুরু করেন বাভুমা। এর প্রভাব অবশ্য তার ব্যাটিংয়ে পড়েনি। চার টেস্টে দুই সেঞ্চুরি করেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে চার ইনিংসের সবকটিতে খেলেন পঞ্চাশ ছোঁয়া ইনিংস।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেন বাভুমা। নিউ জিল্যান্ডের বিপক্ষে হেরে সেমি-ফাইনাল থেকে বিদায় নেয় তারা। বৈশ্বিক ওই টুর্নামেন্টের পর পেশাদার ক্রিকেটে আর কোনো ম্যাচ খেলেননি বাভুমা। প্রথম শ্রেণির ক্রিকেটে লায়ন্সের শেষ লিগ ম্যাচে খেলার কথা থাকলেও সেটি ভেসে যায় বৃষ্টিতে। ফাইনালেও খেলতে পারছেন না চোটের থাবায়।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। লর্ডসে শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু আগামী ১১ জুন। এর আগে আর কোনো খেলা নেই দক্ষিণ আফ্রিকার। মে মাসের মাঝামাঝি থেকে কিছু প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে তারা। যেখানে রয়েছে ইংল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচও।