বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে আছে এখন বাংলাদেশ, স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।
Published : 17 Apr 2025, 10:51 PM
ব্যাট হাতে চমৎকার ইনিংসের পর বোলিংয়েও আলো ছড়ালেন ফাতিমা সানা। অধিনায়কের অলরাউন্ড নৈপুণ্যে থাইল্যান্ডকে উড়িয়ে বাছাইপর্ব পেরিয়ে ২০২৫ আইসিসি উইমেন’স ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বের টিকেট পেল পাকিস্তান।
লাহোরে বৃহস্পতিবার পাকিস্তানের জয় ৮৭ রানে। ২০৫ রানের পুঁজি গড়ে থাইল্যান্ডকে ১১৮ রানে গুটিয়ে দেয় তারা।
ছয় নম্বরে নেমে ৫৯ বলে অপরাজিত ৬২ রানের পর ৩৯ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা ফাতিমা।
বাছাইয়ে প্রথম চার ম্যাচের সবকটি জিতে এক ম্যাচ হাতে রেখেই মূল পর্বে জায়গা নিশ্চিত করল পাকিস্তান।
ছয় দলের বাছাইয়ে শীর্ষ দুটি দল জায়গা করে নেবে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় আট দলের বিশ্বকাপে।
এদিন চূড়ান্ত হয়ে যেতে পারত দুটি দলই। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে অপেক্ষা বেড়েছে বাংলাদেশের।
চার ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে আছে বাংলাদেশ। নিগার সুলতানার দলের সঙ্গে লড়াইয়ে আছে স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। চার ম্যাচে ৪ পয়েন্ট করে নিয়ে স্কটল্যান্ড তিনে ও ওয়েস্ট ইন্ডিজ চারে আছে।
চার ম্যাচের সবকটিতে হেরেছে থাইল্যান্ড। তিনটিতে হারা আয়ারল্যান্ডও লড়াই থেকে ছিটকে গেছে।
নিজেদের শেষ ম্যাচে আগামী শনিবার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।