ভারতীয় এই ব্যাটারের চেয়ে মেয়েদের ওয়ানডেতে এক পঞ্জিকাবর্ষে বেশি সেঞ্চুরি করতে পারেননি কেউ।
Published : 24 Jan 2025, 07:23 PM
বছরে প্রথম ওয়ানডেতে স্রেফ ২৯ রান করা স্মৃতি মান্ধানা দ্রুতই ঘুরে দাঁড়ান। চার মাস পর এই সংস্করণে খেলতে নেমে উপহার দেন টানা দুটি সেঞ্চুরি। পরে আরও দুইবার তিন অঙ্ক ছুঁয়ে গড়েন এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি শতকের রেকর্ড। এবার আইসিসির বর্ষসেরা নারী ওয়ানডে দলেও জায়গা করে নিলেন ভারতীয় ওপেনার।
মেয়েদের ২০২৪ সালের সেরা ওয়ানডে একাদশ শুক্রবার প্রকাশ করে আইসিসি। ভারত থেকে মান্ধানা ছাড়া জায়গা পেয়েছেন আর দীপ্তি শার্মা।
বর্ষসেরা দলে সবচেয়ে বেশি ৩ জন ইংল্যান্ডের। ভারত ছাড়াও দুইজন করে আছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার। একজন করে রাখা হয়েছে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ থেকে।
গত বছর ১৩ ওয়ানডে খেলে ৫৭.৪৬ গড়ে সর্বোচ্চ ৭৪৭ রান করেছেন মান্ধানা। ৪টি সেঞ্চুরির সঙ্গে ফিফটি ছুঁয়েছেন তিনবার। মেয়েদের ওয়ানডেতে এক বছরে তার চেয়ে বেশি সেঞ্চুরি করতে পারেননি কেউ। তিনটি করে সেঞ্চুরি করার কীর্তি আছে ৮ জনের।
মান্ধানার সঙ্গে একাদশের আরেক ওপেনার লরা উলভার্ট। দক্ষিণ আফ্রিকান ব্যাটার দলের অধিনায়কও। তিনটি করে সেঞ্চুরি ও ফিফটি দ্বিতীয় সর্বোচ্চ ৬৯৭ রান করেছেন উলভার্ট। ১২ ওয়ানডেতে তার ব্যাটিং গড় ৮৭.১২।
২০২৪ সালে ৯ ওয়ানডেতে ৬৫.৪২ গড় ও ১০১.১০ স্ট্রাইক রেটে ৪৫৮ রান করেছেন চামারি আতাপাত্তু। একটি সেঞ্চুরির পাশাপাশি ফিফটি ছুঁয়েছেন দুইবার। সঙ্গে অফ স্পিনে ওভারপ্রতি ৪.৬১ করে রান দিয়ে উইকেট নিয়েছেন ৯টি।
এই তিনজনই আছেন আইসিসি বর্ষসেরা নারী ওয়ানডে ক্রিকেটারের লড়াইয়ে।
ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস ৭ ওয়ানডেতে ৪৬৯ রান করেছেন ৭৮.১৬ গড়ে। সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনবার। অফ স্পিনে নিয়েছেন ৯ উইকেট। দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার মারিজান ক্যাপ ১২ ওয়ানডেতে ১১৪ রান করার পাশাপাশি ধরেন ১১ শিকার।
অস্ট্রেলিয়া অলরাউন্ডার অ্যাশলি গার্ডনার ২৬৯ রান করেছেন ২৯.৮৮ গড়ে, ফিফটি ছুঁয়েছেন দুইবার। অফ স্পিনে ২০ উইকেট নিয়েছেন ওভারপ্রতি ৪.০৭ রান দিয়ে।
অ্যানাবেল সাদারল্যান্ড ৯ ওয়ানডেতে ৫২.৭১ গড় ও ১০০.২৭ স্ট্রাইক রেটে করেছেন ৩৬৯ রান। বোলিংয়ে ১০ ইনিংসে ওভারপ্রতি ৪.১৯ করে রান দিয়ে উইকেট নিয়েছেন ১৩টি। বর্ষসেরা ওয়ানডে দলে আছেন অস্ট্রেলিয়া পেস বোলিং অলরাউন্ডার।
একাদশের উইকেটরক্ষক ইংল্যান্ড অ্যামি জোন্স। ১২ ওয়ানডেতে ৩৮২ রান করেছেন ৬৩.৬৬ গড়ে, ফিফটি তিনটি। ১৫টি ডিসমিসালও করেছেন জোন্স। অফ স্পিনে গত বছর ১৩ ওয়ানডে খেলে সর্বোচ্চ ২৪ উইকেট নিয়েছেন দীপ্তি। আর ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন ১১ ম্যাচে ধরেছেন দ্বিতীয় সর্বোচ্চ ২১ শিকার। একাদশে যাওয়া পাওয়া ইংলিশ পেসার কেইট ক্রস ১৩ ম্যাচে নিয়েছেন ১৯ উইকেট।
আইসিসি বর্ষসেরা নারী ওয়ানডে দল: স্মৃতি মান্ধানা (ভারত), লরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা) (অধিনায়ক), চামারি আতাপাত্তু (শ্রীলঙ্কা), হেইলি ম্যাথিউস (ওয়েস্ট ইন্ডিজ), মারিজান ক্যাপ (দক্ষিণ আফ্রিকা), অ্যাশলি গার্ডনার (অস্ট্রেলিয়া), অ্যানাবেল সাদারল্যান্ড (অস্ট্রেলিয়া), অ্যামি জোন্স (উইকেটরক্ষক), দীপ্তি শার্মা (ভারত), সোফি এক্লেস্টোন (ইংল্যান্ড), কেইট ক্রস (ইংল্যান্ড)