Published : 19 Feb 2006, 12:57 PM
বিমান সূত্র জানায়, ওই ডিসি-১০টি ব্রাসেলস-লন্ডন-ঢাকা রুটে বিজি ০০৬ ফ্লাইটে রোববার রাত ১১ টায় দেশে ফিরছে। ডিসি-১০টির ফুয়েল পাম্প বিকল হয়ে যাওয়ায় এটি বুধবার রাতে ব্রাসেলসে গ্রাউন্ডেড হয়। তবে সংস্থার গ্রাউন্ডেড অপর তিনটি ডিসি-১০ কবে নাগাদ আবার সচল হবে তা সংশ্লিষ্ট কেউ নিশ্চিত করে বলতে পারছে না।
উড়োজাহাজ সংকটের কারণে বিমানের ফ্লাইট সিডিউল বিপর্যয় রোববারও অব্যহত থাকে। ফলে যাত্রী দুর্ভোগ এখনো কাটেনি।
বিমানের একজন মুখপাত্র বিডিনিউজকে জানান, ভবিষ্যতে এরকম পরিস্থিতি সামাল দিতে বিমান যে দুটি এয়ারবাস লিজ নেবে বলে সিদ্ধান্ত নিয়েছে, আজকালের মধ্যে তার দরপত্র আহ্বান করা হবে।
বিমানের উড়োজাহাজ বহরে এখন সচল দুটি ডিসি-১০, চারটি এয়ারবাস ও চারটি এফ-২৮ রয়েছে।
২০০৬ সালের জুন মাসের আগে প্রকাশিত কোনো প্রতিবেদনের দায়-দায়িত্ব প্রধান সম্পাদক বহন করবেন না।