নতুন দায়িত্ব পেলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। দেশটির নতুন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের প্রধান করা হয়েছে তাকে।
Published : 19 Jul 2022, 10:19 PM
ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি জানায়। টুর্নামেন্টের ক্রিকেটিং ও নন-ক্রিকেটিং, উভয় দিকই সামলাবেন স্মিথ। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে এই টুর্নামেন্টকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
স্মিথের মূল দায়িত্বগুলোর একটি টুর্নামেন্টে অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলি নিশ্চিত করা। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর মঙ্গলবারের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ আফ্রিকার এই টি-টোয়েন্টি লিগের ছয়টি ফ্র্যাঞ্চাইজিই কিনেছে আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিকরা।
নতুন দায়িত্ব পেয়ে রোমাঞ্চিত সিএসএ-এর সাবেক ক্রিকেট পরিচালক স্মিথ। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের জন্য আকর্ষণীয় একটি টুর্নামেন্ট উপহার দেওয়ার আশা তার।
“নতুন এই দায়িত্ব পেয়ে আমি সত্যিই সম্মানিত বোধ করছি। নতুন একটি লিগকে তুলে ধরতে পারার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। আমি বিশ্বাস করি, এটি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগ হবে। এটি খেলায় খুব প্রয়োজনীয় বিনিয়োগ আনতে পারে, সারা বিশ্বের খেলোয়াড়দের নতুন সুযোগ দিতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে আমাদের দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে প্রতিভা বিকাশে।”
“স্টেকহোল্ডারদের কাছ থেকে এখন পর্যন্ত খুবই ইতিবাচক সাড়া পাওয়া গেছে। প্রাথমিক পর্যায়ে আমাদের অগ্রগতি দারুণ। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে একটি মূল্যবান, টেকসই ও আকর্ষণীয় টুর্নামেন্ট উপহার দিতে আমরা বদ্ধপরিকর।”
১০ বছর দক্ষিণ আফ্রিকা দলকে নেতৃত্ব দেওয়া স্মিথ দেশটির ক্রিকেট প্রশাসনে প্রথম যুক্ত হন ২০১৯ সালের ডিসেম্বরে। এই বছরের মার্চ পর্যন্ত সামলান ক্রিকেট পরিচালকের দায়িত্ব।
নতুন টি-টোয়েন্টি লিগটি শুরু হওয়ার কথা আগামী বছরের জানুয়ারিতে।