দুই বছরের চুক্তিতে বাংলাদেশের নারী ক্রিকেটে যুক্ত হলেন ইংলিশ এই কোচ।
স্বার্থের সংঘাত সংক্রান্ত নিয়মের কারণে কোচিং ও ধারাভাষ্য একসঙ্গে চালানোর নিয়ম নেই ভারতে। গত বছর মেয়াদ শেষ হওয়ার পর ভারতের কোচের পদে আর নতুন করে আগ্রহী হননি শাস্ত্রী। এবার তাই ধারাভাষ্যে ফিরতে বাধা নেই তার।
তিনি ফিরছেন বটে, তবে আগের কয়েক বছরে থাকতে না পারার ক্ষোভ এখনও তার সঙ্গী। আইপিএলের ধারাভাষ্যকারদের নিয়ে স্টার স্পোর্টসের একটি আয়োজনে শাস্ত্রী রাখঢাক না রেখেই বললেন তার বিরক্তির কথা।
“আইপিএলের এটি ১৫তম আসর, প্রথম ১১ বছরই ধারাভাষ্যে ছিলাম আমি। এরপর স্টুপিড একটি গঠনতন্ত্রের স্বার্থের সংঘাত সংক্রান্ত স্টুপিড একটি ধারার বাধ্যবাধকতার কারণে গত কয়েক মৌসুমে করতে পারিনি।”
স্বার্থের সংঘাত সংক্রান্ত বোর্ডের এই ধারা নিয়ে গত ডিসেম্বরেও একবার আপত্তির কথা প্রকাশ্যে বলেছিলেন শাস্ত্রী।