ড্রপ-ইন পিচ বসানোর সিদ্ধান্তে পিসিবির সমালোচনায় মিয়াঁদাদ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Dec 2021 04:05 PM BdST Updated: 18 Dec 2021 04:30 PM BdST
পাকিস্তানে ড্রপ-ইন পিচ বসানোর পথে অনেকটাই এগিয়ে গেছে পিসিবি। কিন্তু দেশটিতে এমন উইকেটের কোনো প্রয়োজন দেখছেন না জাভেদ মিয়াঁদাদ। পাকিস্তানের সাবেক এই অধিনায়কের মতে, সব ধরনের পিচই বানানো হয় এখানে।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফট অনুষ্ঠানে পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা ঘোষণা করেন, করাচি ও লাহোরে বসানো হবে ড্রপ-ইন পিচ। তিনি জানান, দেশজুড়ে ক্রিকেটের উন্নতির স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের বোর্ড।
এরই মধ্যে আরিফ হাবিব গ্রুপের সঙ্গে ড্রপ-ইন পিচ নিয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে পিসিবি। দুই পিচের আনুমানিক খরচ ৩৭ কোটি রুপির মতো।
এত অর্থ খরচ করে এমন পিচ ব্যবহারের কোনো যুক্তিই দেখছেন না মিয়াঁদাদ। পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান করাচিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এখনকার উইকেটে খেলেই বিশ্বমানের হয়েছিলেন তারা।
“পাকিস্তানে কোনো ড্রপ-ইন পিচের প্রয়োজন নেই, সব ধরনের পিচই পাকিস্তানে তৈরি হয়। আমরাও এই পিচে খেলেই বিশ্বমানের খেলোয়াড় হয়েছি।”
“খুব কম লোকই এটা জানে যে, মূলত ড্রপ-ইন পিচের ধারণাটি অস্ট্রেলিয়ায় কেরি প্যাকার প্রথম প্রবর্তন করেছিলেন। কারণ তার কাছে বিশ্ব ক্রিকেট সিরিজ আয়োজনের জন্য মাঠ ছিল না।”
একই সঙ্গে পাকিস্তান সরকারের সমালোচনাও করেন মিয়াঁদাদ।
“সরকারে যারাই আসে, বড় বড় কাজ করার কথা বলে, কিন্তু কিছুই হচ্ছে না। সরকারের উচিত খেলাধুলায় বিনিয়োগ করা। যুব সমাজকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করা খুবই জরুরি।”
-
এখন তো বোলিংয়ে দায়িত্ব কম, ৫ উইকেট নিয়ে বললেন সাকিব
-
‘এমন পরিস্থিতিতে শান্তর রান আউট ভয়ঙ্কর’
-
মুমিনুলের চেয়ে ভালো কাউকে আপাতত দেখেন না সাকিব
-
তামিম শূন্য, মুমিনুল শূন্য, শেষ দিনের কঠিন পরীক্ষায় বাংলাদেশ
-
কুবরার ৪ উইকেটে গুলশান ইয়ুথ ক্লাবের বড় জয়
-
ভেটোরির আরেকটু কাছে সাকিব এবং পেসারদের এক যুগের খরা
-
চুক্তি হারিয়ে অভিমানে অবসরে স্যাটার্থওয়েট
-
শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- দেখিয়ে দিতে চান আজার
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস