নিসানকার ব্যাটে লঙ্কানদের শক্ত ভিত
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Nov 2021 07:48 PM BdST Updated: 29 Nov 2021 08:08 PM BdST
-
পাথুম নিশানকা। ছবি: আইসিসি।
ব্যাটসম্যান কিংবা বোলাররা দাপট দেখানোর আগে বাধা হয়ে এলো বৃষ্টি। ভেস্তে গেল প্রথম দুই সেশন। বল মাঠে গড়ানোর পর নিজেদের মেলে ধরলেন শ্রীলঙ্কার দুই ওপেনার দিমুথ করুনারত্নে ও পাথুম নিসানকা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলকে গড়ে দিলেন শক্ত ভিত।
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ১১৩ রান।
করুনারত্নে ও নিসানকার উদ্বোধনী জুটিতে ১০৬ রান তোলে স্বাগতিকরা। ৬১ রান নিয়ে খেলছেন নিসানকা। সম্ভাবনা জাগিয়েও ফিফটি পাননি লঙ্কান অধিনায়ক।
দফায় দফায় বৃষ্টির হানায় টস করাই সম্ভব হয়নি শুরুতে। অপেক্ষার প্রহর পেরিয়ে নির্ধারিত সময়ের পাঁচ ঘণ্টা পর শুরু হয় খেলা।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসের সঙ্গে এগোতে থাকেন করুনারত্নে ও নিসানকা। তাদের জুটি পঞ্চাশ পেরিয়ে একশ স্পর্শ করে ১৮৩ বলে। এর মাঝে ৭৪ বলে ফিফটি তুলে নেন নিসানকা। ৬ টেস্টের ক্যারিয়ারে যা তার তৃতীয়।
ওয়েস্ট ইন্ডিজ শিবিরে কিছুটা স্বস্তি এনে দেন রোস্টন চেইস। ৩১তম ওভারে তাকে দুই চার মারেন করুনারত্নে। কিন্তু শেষ বলে বোলারকে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন তিনি ৬ চারে ৪২ করে।
আলোকস্বল্পতায় দিনের খেলা বন্ধ হওয়ার আগের সময়টুকু ওশাদা ফার্নান্দোকে নিয়ে কাটিয়ে দেন নিসানকা। ৪ চার ও এক ছক্কায় তিনি খেলছেন ৬১ রান নিয়ে। ওশাদা অপরাজিত ২ রান নিয়ে।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৩৪.৪ ওভারে ১১৩/১ (নিসানকা ৬১*, করুনারত্নে ৪২*, ওশাদা ২*; রোচ ৬-২-১২-০, হোল্ডার ৮-২-২৩-০, মেয়ার্স ২-০-১৩-০, পেরমল ৫-০-১৮-০, চেইস ৭.৪-০-৩৩-১, ওয়ারিক্যান ৬-৩-৭-০)
-
বাংলাদেশের টেস্ট সংস্কৃতির ঘাটতি তুলে ধরলেন কোচ
-
মেয়ার্সকে দেখে বাংলাদেশের ব্যাটসম্যানদের শিখতে বললেন ডমিঙ্গো
-
বোলাররা ধৈর্য হারানোয় হতাশ বাংলাদেশ কোচ
-
মেয়ার্সের সেঞ্চুরিতে বিপাকে বাংলাদেশ
-
ব্যাটিং ধসে বিপদে নিউ জিল্যান্ড
-
চার উইকেট নিয়ে বাংলাদেশের দুর্দান্ত সেশন
-
পাকিস্তানের শেহজাদের অদ্ভুত দাবি
-
‘নতুন ব্যাগি গ্রিন’ আর ‘নতুন শুরুর’ অপেক্ষায় ম্যাক্সওয়েল
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- উৎসবের মাহেন্দ্রক্ষণে মেয়ের সঙ্গে ফ্রেমবন্দি প্রধানমন্ত্রী
- দৌড়েই পদ্মা সেতুতে উঠে পড়লেন তারা
- টোল দিয়ে পদ্মা সেতুর প্রথম যাত্রী শেখ হাসিনা
- পাকিস্তানের শেহজাদের অদ্ভুত দাবি
- রোববার থেকে পদ্মা সেতুতে যানবাহন চলাচল