‘উইকেট ভালো থাকলে খেলাও ভালো হয়’
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Sep 2021 10:46 AM BdST Updated: 04 Sep 2021 10:46 AM BdST
৬০ রানের বিব্রতকর অভিজ্ঞতা থেকে ১৪২ তাড়া করে ফেলার কাছাকাছি যাওয়া। একতরফা এক ম্যাচের পর শেষ বলে ফয়সালার রোমাঞ্চ। প্রথম ম্যাচের হতাশার চিত্র দ্বিতীয় ম্যাচে বদলে দেওয়ায় দারুণ খুশি নিউ জিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। তার মতে, উইকেট এ দিন ভালো ছিল বলে লড়াইও হয়েছে জমজমাট।
সিরিজের প্রথম ম্যাচে মাত্র ৬০ রানেই গুটিয়ে যায় নিউ জিল্যান্ড। টি-টোয়েন্টিতে যা যৌথভাবে তাদের সর্বনিম্ন স্কোর। উইকেট সেদিন ছিল ভীষণ মন্থর, টার্ন ও গ্রিপ ছিল অনেক। ওই রান তাড়া করতেই বাংলাদেশকে খেলতে হয় ১৫ ওভার। সেদিনের ম্যান অব দা ম্যাচ সাকিব আল হাসান ম্যাচের পর বলেন, উইকেট অস্ট্রেলিয়া সিরিজের চেয়েও কঠিন।
দ্বিতীয় ম্যাচেও উইকেট ছিল ধীরগতির। তবে প্রথম ম্যাচের তুলনায় অনেক ভালো, যেখানে শট খেলা সম্ভব হয়েছে কিছুটা। গ্রিপ করেনি ততটা। বাংলাদেশ তোলে ১৪১ রান। রান তাড়ায় ল্যাথামের ৪৯ বলে ৬৫ রানের ইনিংসের সৌজন্যে নিউ জিল্যান্ড করে ১৩৭।
শেষ দুই বলে নিউ জিল্যান্ডের প্রয়োজন ছিল দুটি বাউন্ডারি। স্ট্রাইকে থাকা ল্যাথাম তা করতে পারেননি। তবে যতটুকু পেরেছেন তিনি ও তার দল, তাতে উচ্ছ্বসিত কিউই অধিনায়ক।
“দারুণ ম্যাচ ছিল। প্রথম ম্যাচে যা হয়েছিল, এরপর এই ম্যাচে শেষ ওভার পর্যন্ত নিয়ে যাওয়া… আমাদের জন্য ব্যাপারটি ছিল, প্রথম ম্যাচ থেকে শিখে এবার তা কাজে লাগানো। আমার মনে হয়, আমরা তা খুব ভালোভাবে পেরেছি। বিশেষ করে ব্যাটিংয়ে। আমরা জুটি গড়েছি এবং শেষ ওভার পর্যন্ত নিয়ে গেছি। জয়ের সম্ভাবনা সৃষ্টি করতে পেরেছি, যা দারুণ।”
পারফরম্যান্সের এই উন্নতি উইকেটের কারণেই সম্ভব হয়েছে বলে মনে করেন ল্যাথাম। তিন উইকেট নেওয়া রাচিন রবীন্দ্রসহ স্পিনারদের প্রশংসা করার পাশাপাশি তিনি আবারও বললেন লড়াই করতে পারার তৃপ্তির কথা।
“উইকেট ভালো থাকলে খেলাও ভালো হয়। নিশ্চিতভাবে এখানেও ব্যাপারটি ছিল এমনই। মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই খুব ভালো বোলিং করেছে। সব স্পিনারই ভালো করেছে। আমাদের জন্য ব্যাপারটি ছিল নিজেদের স্কিল মেলে ধরা। যেমনটি চেয়েছিলাম, তা পুরোপুরি পারিনি। তবে ১৩০-১৪০ লড়াই করার মতো স্কোর। আমরা খেলা শেষ পর্যন্ত টেনে নিতে চেয়েছি এবং শেষ ওভারে নিজেদের একটা সুযোগ দিতে চেয়েছি।”
“আজকে ছেলেরা অনেক ভালো করেছে। শেষ ওভার পর্যন্ত খেলা টেনে নেওয়া এবং প্রথম ম্যাচ থেকে শিখে আজকে যেভাবে আমরা সবকিছু বদলে দিয়েছি, তাতে আমি গর্বিত।”
-
সবার আগে ৫ হাজারে মুশফিক
-
মুশফিকের ৫ হাজার, লিডের পথে এগোচ্ছে বাংলাদেশ
-
শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
-
‘শান্ত সুপার ট্যালেন্টেড, মুমিনুল ঘুরে দাঁড়াবে’
-
বাংলাদেশ কী করে, আগ্রহ নিয়ে অপেক্ষায় লঙ্কান কোচ
-
দ. আফ্রিকার দুঃস্বপ্ন ভুলে আলোয় বাংলাদেশের ব্যাটিং
-
‘বাবার ঔষধ খেয়ে’ নিষিদ্ধ দ.আফ্রিকার হামজা
-
তামিমের সেঞ্চুরির দিনে শান্ত-মুমিনুলের হতাশা
সর্বাধিক পঠিত
- তামিমের সেঞ্চুরি ও তিন ফিফটিতে বাংলাদেশের দিন
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
- বঙ্গবন্ধু স্যাটেলাইট: তিন বছরে আয় ‘৩০০ কোটি টাকা’
- পদ্মাসেতু পার হতে কোন বাহনে কত টোল
- ‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
- লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
- আসামে বন্যা: স্রোতের তোড়ে উল্টে গেল দাঁড়িয়ে থাকা ট্রেন
- শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
- বিশ্বকাপের আগে অ্যাডিলেইডে ক্যাম্প, নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ