ওল্ড ডিওএইচএস তাহলে দ্রুত রানও তুলতে পারে!
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jun 2021 03:24 PM BdST Updated: 08 Jun 2021 03:24 PM BdST
এবারের লিগে মন্থর ব্যাটিং ও সন্দেহজনক ম্যাচের জন্য আলোচনায় থাকা ওল্ড ডিওএইচএস এবার দেখাল, তাদের ব্যাটেও ধার আছে! বৃষ্টিতে ছোট হয়ে আসা ম্যাচে তারা মেলে ধরল দারুণ সব শটের মেলা। আগের দিন আবাহনীকে হারিয়ে উড়তে থাকা খেলাঘর নেমে এলো বাস্তবতার জমিনে।
ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ১৬ রানে হারিয়েছে ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব।
বিকেএসপিতে বৃষ্টিতে ১৩ ওভারে নেমে আসা ম্যাচে ওল্ড ডিওএইচএস করে ১২০ রান। খেলাঘর বাজে শুরুর পর শেষ পর্যন্ত করতে পারে ১০৪ রান।
টস হেরে ব্যাটিংয়ে নামা ওল্ড ডিওএইচএসের শুরুটা এবারও ছিল ধীরগতির। প্রথম ৩ ওভারে আসে ১৩ রান। এরপর আনিসুল ইসলাম ইমনের ব্যাটে বদলাতে থাকে চিত্র। আরেক ওপেনার রাকিন আহমেদ আউট হয়ে যান ১৩ বলে ৫ করে। কিন্তু আনিসুল টানা দুই বাউন্ডারি মারেন মাসুম খানকে, টানা দুটি চার-ছক্কা মারেন মেহেদী হাসান মিরাজকে।
মিরাজের বলেই অবশ্য থামে তার যাত্রা। ২৭ বলে ৪৪ রান করে তিনি বোল্ড হয়ে যান।
তবে রানের ধারা ধরে রাখেন রায়ান রাফসান রহমান ও মাহমুদুল হাসান জয়। স্ট্রোকের মহড়ায় খেলাঘরের বোলিং এলোমেলো করে দেন এই দুজন। ৬১ রানের জুটি গড়েন তারা কেবল ২৭ বলেই!
৩ চার ও ২ ছক্কায় ৩১ বলে ৩৭ করেন রায়ান, দুটি করে চার-ছক্কায় ১৪ বলে ২৯ মাহমুদুল। ওল্ড ডিওএইচএস পেয়ে যায় শক্ত পুঁজি।
রান তাড়ায় খেলাঘর তিন ওভারের মধ্যে হারায় দুই উইকেট। তৃতীয় উইকেটে ইমতিয়াজ হোসেন ও জহুরুল ইসলাম ৫৯ রানের জুটি গড়লেও রানের গতি মেটাতে পারেনি পরিস্থিতির চাওয়া। ইমতিয়াজের ৩৩ রান আসে ৩০ বলে।
এরপর মাসুম খান ১২ বল খেলে করেন কেবল ১৬ রান। জহুরুল ২৪ বলে ৩৭ রানে অপরাজিত থাকলেও যথেষ্ট হয়নি তা।
পাঁচ ম্যাচে ওল্ড ডিওএইচএসের এটি দ্বিতীয় জয়, খেলাঘরের তৃতীয় হার।
সংক্ষিপ্ত স্কোর:
ওল্ড ডিওএইচএস: ১৩ ওভারে ১২০/৪ (আনিসুল ৪৪, রাকিন ৫, রায়ান ৩৭, মাহমুদুল ২৯*, প্রিতম ২, মোহাইমিনুল ০*; টিপু ২-০-১৩-০, মাসুম ৩-০-২৬-০, খালেদ ৩-০-২৪-৩, মিরাজ ৩-০-৩৫-১, রিশাদ ১-০-১০-০, নোমান ১-০-১৭-০)।
খেলাঘর: ১৩ ওভারে ১০৪/৫ ( ইমতিয়াজ ৩৩, রাফসান ৫, মিরাজ ২, জহুরুল ৩৭*, মাসুম ১৬, রিশাদ ১; রকিবুল ৩-০-১৬-২, হামিদুল ৩-০-১৬-১, মোহাম্মদ শান্ত ২-০-১৯-০, আলিস ২-০-২৬-০, পায়েল ৩-০-২২-১)।
ফল: ওল্ড ডিওএইচএস ১৬ রানে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: আনিসুল ইসলাম ইমন।
-
বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
-
বিপর্যয়ের ব্যাখ্যা নেই কোচের কাছেও
-
কোচের আশা পূরণ করতে পারেননি মোসাদ্দেক
-
তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
-
শ্রদ্ধা আর স্মৃতিচারণে সাইমন্ডসকে শেষ বিদায়
-
মুমিনুলের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন বিসিবি সভাপতি
-
মুমিনুলের ওপর ভরসা রাখছেন ডমিঙ্গো
-
আসিথার ক্যাচে লিটনের বিদায়ই ‘টার্নিং পয়েন্ট’
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- হতাশাজনক ব্যাটিংয়ে হেরে গেল বাংলাদেশ
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- টিভি সূচি (শুক্রবার, ২৭ মে ২০২২)
- উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাবে চীন, রাশিয়ার ভিটো
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন