মৃত্যুপুরীতে ক্রিকেট উৎসবের কোনো মানেই দেখেন না নাসের হুসেইন। সাবেক ইংল্যান্ড অধিনায়ক ও জনপ্রিয় এই ধারাভাষ্যকারের মতে, আইপিএল স্থগিত করে দেওয়াই ঠিক হয়েছে।
Published : 05 May 2021, 11:11 AM
ভারতে ভয়ঙ্কর রূপ নিয়েছে কোভিড মহামারী। প্রায় দুই সপ্তাহ ধরে দৈনিক শনাক্ত সাড়ে তিন লাখের বেশি থাকছে নিয়মিতই। হাজার হাজার মানুষ মারা যাচ্ছে প্রতিদিনই। অক্সিজেন সঙ্কটে অনেক জায়গায়ই নেমে এসেছে ভয়াবহ মানবিক বিপর্যয়।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয় আসর আইপিএল তবু চলছিল। কিন্তু টুর্নামেন্টের জৈব-সুরক্ষা বলয়ের মধ্যেও একের পর এক আক্রান্ত হতে থাকায় মঙ্গলবার দুপুরে স্থগিত করা হয় এই মৌসুম।
ডেইলি মেইল-এ নিজের কলামে হুসেইন লিখেছেন, এই সিদ্ধান্তই ছিল সময়ের দাবি।
“ আইপিএল বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো বিকল্প ছিল না। বিশেষ করে, এত জায়গায় জৈব-সুরক্ষা বলয় ভেঙে যাওয়ার পর। যথেষ্ট হয়েছে। এটা স্রেফ ক্রিকেট খেলার চেয়েও অনেক বড় ব্যাপার।”
খেলা চলার সময় আয়োজকরা ও ক্রিকেটারদের অনেকেই বলছিলেন, এই দুঃসময়ে মানুষকে কিছুটা বিনোদন দিতে ও ঘরে আটকে রাখতে পারছে আইপিএল। তবে হুসেইনের বিশ্বাস, সত্যিকারের বাস্তবতা ক্রিকেটাররা ঠিকই অনুভব করছিলেন।
“ ক্রিকেটাররা নির্বোধ কিংবা অনুভূতিহীন নয়। ভারতে কী হচ্ছে, তারা নিশ্চয়ই সব জানত। টিভিতে তারা অবশ্যই দেখেছে, লোকে হাসপাতালের বিছানা আর অক্সিজেনের জন্য হাহাকার করছে। তারা নিশ্চয়ই দেখেছে, ক্রিকেট মাঠের বাইরে অব্যবহৃত অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। তাদের নিশ্চয়ই তখন মনে হয়েছে, এই অবস্থায় খেলে যাওয়া ঠিক কি না। অবশ্যই অস্বস্তিতে পড়েছে তারা।”
“ পাশেই যখন এত এত লোক মারা যাচ্ছে, তখন এই টুর্নামেন্ট দেখাটা কখনও কখনও ছিল খুব অশ্লীল ব্যাপার। ক্রিকেটারদের সমালোচনা করছি না আমি, তবে টুর্নামেন্ট বন্ধ করতেই হতো।”
হুসেইনের মতে, আইপিএল ভারতের আয়োজন করার সিদ্ধান্তই ঠিক ছিল না।
“ প্রথমত, ভারতে টুর্নামেন্ট আয়োজন করার সিদ্ধান্তই ছিল ভুল। ছয় মাস আগে সংযুক্ত আরব আমিরাতে তারা আইপিএল আয়োজন করেছে এবং তা দারুণভাবে শেষ হয়েছে। কোভিডের হার তখন কম ছিল, সুরক্ষা-বলয় ভাঙার কোনো ঘটনা ঘটেনি। এবারও তারা সেখানেই ফিরতে পারত।”