প্রস্তুতি ম্যাচে মিঠুন-মুশফিকদের ব্যাটে রান
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Mar 2021 01:50 PM BdST Updated: 16 Mar 2021 01:50 PM BdST
-
ব্যাটিংয়ে নামার অপেক্ষায় মাহমুদউল্লাহ ও মিঠুন।
প্রস্তুতি ম্যাচের একটি দলের নাম ‘তামিম ইকবাল একাদশ।’ তবে তামিম নিজেই ম্যাচে নেই! উরুতে অস্বস্তি থাকায় খেলতে পারেননি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। দলের অন্য ব্যাটসম্যানদের প্রস্তুতি অবশ্য খারাপ হলো না। ফিফটির দেখা পেলেন মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজ।
নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে মঙ্গলবার নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ দল। কুইন্সটাউনের জন ডেভিস ওভালে তামিম ইকবাল একাদশকে ৯ উইকেটে হারায় নাজমুল হোসেন শান্ত একাদশ।
শান্ত একাদশ মাত্র ১ উইকেট হারালেও তাদের হয়ে ফিফটি করেন তিন ব্যাটসম্যান! ৫০ রানে অপরাজিত থেকে যান মুশফিকুর রহিম। ৫৯ রান করে স্বেচ্ছায় ব্যাট ছাড়েন লিটন, ৫০ রান করে মিরাজ। অধিনায়ক শান্তও ৪০ রান করে ব্যাটিংয়ের সুযোগ দেন অন্যদের। মোহাম্মদ সাইফ উদ্দিন অপরাজিত থাকেন ১৬ রানে।
তামিম একাদশের একমাত্র ফিফটি আসে মিঠুনের ব্যাট থেকে। ৬৬ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। থিতু হয়ে আউট হন এই দলের বেশ কজন। মেহেদি হাসান ফেরেন ৩৮ রানে, মাহমুদউল্লাহ ৩৫ আর সৌম্য সরকার করেন ২৮। ওপেনার মোহাম্মদ নাঈম শেখ বিদায় নেন ১২ রানে।
শান্ত একাদশের হয়ে রুবেল হোসেন নেন ৪ উইকেট, সাইফ উদ্দিন ১টি। তামিম একাদশের একমাত্র উইকেট শিকারি বোলার মুস্তাফিজুর রহমান।
হাঁটুর চোটের কারণে এই ম্যাচ খেলেননি অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। তামিম না খেললেও তার চোট গুরুতর নয় বলেই জানা গেছে। সতর্কতা হিসেবেই বিশ্রামে ছিলেন ওয়ানডে অধিনায়ক।
এই ম্যাচ দিয়েই শেষ হচ্ছে কুইন্সটাউনের ক্যাম্প। বুধবার দল যাবে প্রথম ওয়ানডের ভেন্যু ডানেডিনে। সেখানেই প্রথম ওয়ানডে শনিবার।
-
‘ব্যাটিং শুরুতে কখনও ভালো হচ্ছে না, কখনও মাঝে’
-
অজুহাত দিতে চান না তামিম
-
বাংলাদেশের হতাশার ব্যাটিংয়ের পর ব্র্যাথওয়েট-ক্যাম্পবেলের দৃঢ়তা
-
এক সেশনে ৪ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ
-
ঝড়ো দুই সেঞ্চুরিতে তামিম-ম্যাককালামদের সঙ্গী বেয়ারস্টো
-
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বেয়ারস্টোর দুর্দান্ত সেঞ্চুরি, অপেক্ষায় ওভারটন
-
ভালো সেশনে আক্ষেপ তামিমের আউট
-
কেয়ারির দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ে শেষ অস্ট্রেলিয়ার
সর্বাধিক পঠিত
- যাদের ভিটেমাটিতে পদ্মা সেতু, কেমন আছেন তারা?
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- পদ্মা সেতু দক্ষিণ থানায় প্রথম আসামি গ্রেপ্তার
- পদ্মা সেতুর উদ্বোধনে ১০০ টাকার স্মারক নোট
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট
- পদ্মা সেতু: এক নজরে
- বিশ্বকাপে দলগুলোর স্কোয়াডের আকার বাড়ল
- ‘নিজের গায়ে’ আগুন দিয়ে হাসপাতালে নারী চিকিৎসক
- টানা ৩ সেঞ্চুরিতে মিচেলের ইতিহাস
- পদ্মা সেতু খুলছে, কতটা প্রস্তুত ঢাকা?