আকমলের নিষেধাজ্ঞা কমল আরও ৬ মাস
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Feb 2021 03:48 PM BdST Updated: 26 Feb 2021 03:48 PM BdST
-
উমর আকমল। ছবি: টুইটার।
আন্তর্জাতিক ক্রীড়া আদালতের রায়ে উমর আকমলের নিষেধাজ্ঞার মেয়াদ কমল আরেক ধাপ। পাকিস্তানের এই কিপার-ব্যাটসম্যানের নিষেধাজ্ঞা আরও ৬ মাস কমেছে। তবে, তাকে করা হয়েছে বড় অঙ্কের জরিমানা।
আকমলের দেড় বছরের নিষেধাজ্ঞা কমে দাঁড়িয়েছে ১২ মাস। পাশাপাশি বোর্ডের দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গের দায়ে তাকে ৪২ লাখ ৫০ হাজার পাকিস্তানি রুপি জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অনৈতিক প্রস্তাব পেয়েও তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানানোয় প্রথমে গত বছরের এপ্রিলে তিন বছরের জন্য নিষিদ্ধ করা হয় আকমলকে। এরপর মে মাসে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেন তিনি। শুনানির পর তার শাস্তির মেয়াদ দেড় বছর কমে।
প্রায় একই রকম অভিযোগে পেসার মোহাম্মদ ইরফান নিষিদ্ধ হয়েছিলেন ৬ মাসের জন্য, স্পিনিং অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ ২ মাসের জন্য। একারণে বিচারকের রায় নিয়ে নিজের অসন্তুষ্টির কথা সে সময়ই জানিয়েছিলেন আকমল। পরে নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নিতে ক্রীড়া আদালতে আপিল করেন ডানহাতি এই ব্যাটসম্যান।
কিন্তু আকমলের নিষেধাজ্ঞা কমানোর রায় পিসিবি মেনে নেয়নি। পরে তারাও রায়ের বিরুদ্ধে ক্রীড়া আদালতে আপিল করে। তাদের বক্তব্য ছিল, আকমলের প্রতি স্রেফ ‘দয়াপরবশ’ হয়ে শাস্তি কমানো হয়েছে।
এবার ক্রীড়া আদালতের রায়ে শাস্তি আরও কমায় ৩০ বছর বয়সী আকমল কয়েক মাস পরই ফিরতে পারবেন মাঠে। পিসিবি অবশ্য শুক্রবার জানিয়েছে, প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে হলে জরিমানা দিয়ে এবং বোর্ডের দুর্নীতি বিরোধী পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে তাকে।
-
শেষ বলের ছক্কায় মলিন মুস্তাফিজ
-
ম্যাক্সওয়েল-ডি ভিলিয়ার্সের তাণ্ডব আর উপভোগের মন্ত্র
-
৮ বছরের জন্য নিষিদ্ধ শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার
-
চেন্নাইয়ের হাসপাতালে মুরালিধরনের এনজিওপ্লাস্টি
-
বোলিংয়ে খরুচে, ব্যাটিংয়ে নিষ্প্রভ সাকিব
-
বাউচারের সঙ্গে আলোচনার অপেক্ষায় ডি ভিলিয়ার্স
-
দুই পজিশন মিলিয়ে লিটনের ফিফটি, মিরাজের ৩ উইকেট
-
অলিম্পিকে ক্রিকেট চায় ভারতও
সর্বাধিক পঠিত
- মামুনুলের রিসোর্টকাণ্ড: সোনারগাঁওয়ের ওসি রফিকুল চাকরিই হারালেন
- রিয়ালের শিরোপা স্বপ্নে গেতাফের জোর ধাক্কা
- সুপার লিগে রিয়াল-বার্সাসহ ১২ ক্লাব, ফুটবল বিশ্বে ঝড়
- আরও এক সপ্তাহ ‘কঠোর লকডাউনের’ সুপারিশ জাতীয় কমিটির
- লকডাউন বাড়ছে এক সপ্তাহ: প্রতিমন্ত্রী ফরহাদ
- মামলার পর বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন নূর
- কোভিড-১৯: দ্বিতীয় ঢেউ ঠেকাতে যে কারণে ব্যর্থ ভারত
- মামুনুলের ৩ বিয়ে, কাবিন একটির: পুলিশ
- ঈদের আগে লকডাউন শিথিলের ভাবনা রয়েছে: কাদের
- মামুনুল হক সাতদিনের রিমান্ডে