সতীর্থদের অকপট থাকার পরামর্শ রুটের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jan 2021 08:49 PM BdST Updated: 12 Jan 2021 08:50 PM BdST
-
ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট।
করোনাভাইরাসের কঠিন এই সময়ে লম্বা সফরে মানসিক সমস্যায় পড়তে পারেন ক্রিকেটাররা, উপলব্ধি জো রুটের। এমন পরিস্থিতিতে অকপটে সব বলার পরামর্শ দিলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক।
দুটি টেস্ট খেলতে এখন শ্রীলঙ্কায় আছে ইংল্যান্ড দল। এরপর যাবে ভারতে। সেখানে খেলবে চার টেস্ট, পাঁচ টি-টোয়েন্টি ও তিন ওয়ানডে। যা শেষ হবে আগামী মার্চের একেবারের শেষ সপ্তাহে। সবগুলো সিরিজই হবে জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে।
দীর্ঘ তিন মাস ঘরের বাইরে বদ্ধ পরিবেশে থাকতে হবে ইংলিশ ক্রিকেটারদের। এমন পরিস্থিতিতে লম্বা সময় থাকলে মানসিক অবসাদ পেয়ে বসতে পারে, বুঝতে পারছেন রুট। কোনো সমস্যা অনুভব করলেই ক্রিকেটারদের তা জানাতে বললেন তিনি। স্কাই স্পোর্টসের একটি আয়োজনে ইংলিশ অধিনায়ক বলেন, তার ক্ষেত্রেও এটা প্রযোজ্য।
“এই বছর, বিশেষ করে শীতের এই মৌসুমে আমাদের যে মানসিক ও শারীরিক চাহিদা রয়েছে সে সম্পর্কে আমরা দল হিসেবে অনেক কথা বলেছি। যেকোনো পর্যায়ে যদি (চাপ) বেশি মনে হয়, তাহলে বলার সৎ সাহস রাখতে হবে। অধিনায়ক হিসেবে এটা আমার জন্যও…।”
মানসিক সমস্যায় পড়লে সঠিক সিদ্ধান্তটি নিতে চান রুট নিজেও।
“দলের হয়ে ম্যাচ জিততে আমি মরিয়া। দলের সঙ্গে যুক্ত থাকতে এবং খেলতে চাই। কিন্তু পরিস্থিতি যদি এমন যে আমার খেলা উচিত নয়, আমি অবশ্যই চেষ্টা করব, সঠিক সিদ্ধান্ত নেওয়া নিশ্চিত করতে।”
শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের দুই টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে আগামী বৃহস্পতিবার। পরেরটি ২২ জানুয়ারি।
-
আরও ‘৫-১০ ভাগ’ ভালো হতে সাকিবের তাড়না
-
দলের ক্ষুধায় মন ভরেছে তামিমের
-
আমার পছন্দমতো সবকিছু হতে হবে, সেটা নয়: সাকিব
-
‘ভেতরের কথা বাইরে কীভাবে আসে’, কৌতূহল সাকিবের
-
প্রত্যাশিত জয়ে বাংলাদেশের ‘৩০’
-
একটা সেঞ্চুরি চেয়েছিলেন তামিম
-
বেস-লিচের স্পিন বিষে ঘায়েল শ্রীলঙ্কা
-
৬ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলবে নিউ জিল্যান্ড
সর্বাধিক পঠিত
- প্রত্যাশিত জয়ে বাংলাদেশের ‘৩০’
- এবারের এসএসসির পুনর্বিন্যস্ত সিলেবাস প্রকাশ
- মিনিকেট চাল: এক ফাঁকির নাম
- ‘মেসিকে বোঝানোর চেষ্টা করছে পিএসজি’
- ‘ভেতরের কথা বাইরে কীভাবে আসে’, কৌতূহল সাকিবের
- ক্যারিবিয়ানদের ‘হোয়াইটওয়াশ’ করেই ছাড়ল বাংলাদেশ
- আইপিএলে নতুন ভূমিকায় সাঙ্গাকারা
- আমার পছন্দমতো সবকিছু হতে হবে, সেটা নয়: সাকিব
- অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেন সাকিব
- তামিমকে ছাড়িয়ে সাকিব